রুবেলের কোদালের আঘাতে মৃত্যু কুলছুমা বেগমের।



IIW: নিজস্ব প্রতিনিধি: বিকাশ ভট্টাচার্য: স্বামীর হাতে স্ত্রী খুন। ঘটনা পানিসাগর থানা এলাকার পদ্মবিল গ্রামে। মৃতের নাম কুলছুমা বেগম বয়স আনুমানিক ৩২ বছর। স্বামী রুবেল মিয়া। অভিযোগ পারিবারিক কলহের জেরে রুবেল মিয়া পদ্ম বিল প্রাইমারি স্কুলের সামনে স্ত্রীকে কোদাল দিয়ে কুপিয়ে ফেলে যায়। রক্তাক্ত অবস্থায় কুলছুমা বেগম কে ধর্মনগর জেলা হাসপাতালে আনা হয়। সেখানের চিকিৎসকরা হাসপাতালে আনার সাথে সাথেই মৃত বলে ঘোষণা করেন। কুলছুমা ও রুবেলের বিয়ের প্রায় ১০ বছর অতিবাহিত হয়ে গেছে। ঘটনার পর খবর দেওয়া হয় পুলিশকে। পানিসাগর থানার পুলিশ রুবেলকে গ্রেফতার করে। বর্তমানে সে পুলিশী হেফাজতে রয়েছে। অন্যদিকে পুলিশ জানায় এ ঘটনার প্রত্যক্ষদর্শী একটি ছোট মেয়ে তার জবানবন্দি নিয়েছে পুলিশ। সেই মেয়েটি নাকি দেখেছে রুবেল কোদাল নিয়ে কুলছুমা কে তারা করে আসছে। অন্যদিকে রুবেলের মা স্বীকার করেছেন কুলছুমা যে স্থানে পড়েছিল সে সময় রুবেলকে তিনি সেখানে দেখেছেন। কিন্তু উনার ছেলে তার স্ত্রী কে মেরেছে কিনা সে বিষয়ে তিনি কিছু বলতে পাড়ছেন না। এবং উনার ছেলে নাকি মানসিক ভারসাম্যহীন এমন বক্তব্য রাখেন রুবেলের মা। কুলছুমা বেগমের বাপের বাড়ি ধর্মনগরে। বাপের বাড়ির লোকজনেরা হত্যার অভিযোগ তুলছেন রুবেলের বিরুদ্ধে। পানিসাগর থানায় মামলা রুজু হয়েছে। এ ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Post a Comment

0 Comments