উপাধ্যক্ষের লাগানো ১২ টি তালা খুলে জল থেকে উঠে এলো প্রিতম।গড়ল ওয়ার্ল্ড রেকর্ড



সোমবার সকালে মাতৃপক্ষের শুরুতেই অর্থাৎ মহালয়ার শুভদিনে ধর্মনগরের চারিদিকেই বিভিন্ন পুজো উদ্যোক্তা ও সামাজিক সংস্থার উদ্যোগে চলছে বিভিন্ন আয়োজন। তারই মধ্যে সকাল ৯ টা নাগাদ ধর্মনগর বি বি আই সুইমিংপুলের চারিদিকে জমেছে শিশু থেকে বৃদ্ধ সকল অংশের মানুষের ভিড়।ভিড়ে সামিল হয়েছে বহু যুবক যুবতী। সকাল ৯টা বাজার খানিক পরেই স্ব-স্ত্রীক সুইমিংপুলের ধারে  ভি আই পি দের জন্য রাখা চেয়ারে এসে আসন গ্রহন করেছেন  রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ব বন্ধু সেন সহ অন্যান্য ভি আই পি-রা। সবাই মিলে অপেক্ষা করছে স্বচোখে একটা ভয়ানক দৃশ্য উপভোগ করার জন্য। সময়ের সাথে সাথে ভির জমেই চলছে। খানিক পরে পরেই বিভিন্ন ঘোষণা দিচ্ছেন ঘোষক কমলেশ ভট্টাচার্য। ঠিক ৯•৩০ মিনিটে সুইমিং পুলে এসে পৌছূলেন তরুণ তুর্কি উদিয়মান ম্যাজিশিয়ান দ্যা প্রিতম। তাকে দেখেই উৎসাহিত জনতা হাত তালি দিয়ে স্বাগত জানালো। ইতি মধ্যে সুইমিংপুলে তৈরি হয়েগিয়েছিল তার ম্যাজিকের সরঞ্জাম। প্রথমেই সে উপস্থিত সকলের প্রতি অভিবাদন জানিয়ে বলেন সে যখন প্রশাসনের কাছে তার জীবন মৃত্যুর যাদু" দ্যা আন্ডার ওয়াটার স্কিপ"পরিবেশন করার অনুমতির জন্য গিয়েছিল। তখন সে একখানা লিখিত কাগজ ও দিয়ে এসেছিল। যে তার এই ভয়ানক যাদু পরিবেশনে যদি কোন দুর্ঘটনা হয় তার জন্য সে নিজেই দায়ি থাকবে।সে এ কথা জানিয়ে তার লিখিত কাগছ খানা  ঘোষকের হাতে তুলে দেন।সে করুন কন্ঠে জানায় যদি সে আজ এই যাদু প্রদর্শনে সফল না হতে পারে তবে তার মৃত্যু অনিবার্য।তার সঙ্গে দারিয়ে তার মা ও বাবা।যাদুর প্রাক মূহুর্তের তার কথপোকথনে উপস্থিত সকলের মনে যেমন বাড়িয়ে তুলল টেনসন ও কৈতূহল।  তার জাদুর মঞ্চে উপাধ্যক্ষকে আমন্ত্রণ করা হয়। উপাধ্যক্ষ নিজ হাতেই প্রিতমের গায়ে শিকল জড়িয়ে ১২ টি তালা লাগিয়ে দেন।তালা দিয়ে লক করা প্রিতমকে সুইমিং পুলের মধ্যবর্তি স্থানের জলে মধ্যে রাখা একটি বাক্সের মধ্যে  ঢুকিয়ে বাক্সেটি ও তালা বন্দি করা হয়।তার পর জাদুকর প্রিতম সহ বাক্সটি ছেড়ে দেওয়া হয় জলে।প্রিতম সহ বাক্সটি সুইমিং পুলের জলে ডুবে যায়। চারিদিক স্তব্ধ হয়ে উঠে ।সবাই এক  দৃষ্টিতে ডুবে যাওয়া বাক্সের কেন্দ্রস্থলে তাকিয়ে থাকেন। কিছু সময় অতিক্রান্ত হলেও সবাই তাকিয়েই থাকেন। প্রায় ১মিনিট২৭ সেকেন্ড পর ১২ টি তালা খুলে জলের নিচে থেকে উঠে আসেন তরুণ তুর্কি জাদুকর দ্যা প্রিতম।সঙ্গে সঙ্গে উৎসাহিত জনতা প্রিতম প্রিতম ধ্বনিতে উদ্ভাসিত করে তুলে চারিদিক।জানাযায় গোটা বিশ্বে এযাবত কাল "দ্যা আন্ডার ওয়াটার স্কেপ" যাদুতে ৬ টা তালা লাগিয়েই এই জাদু প্রদর্শন করা হতো।কিন্তু প্রিতম ১২টি তালা খুলে বেরিয়ে এসে ওয়ার্ল্ড রেকর্ড গড়লো। সে জানায় সকলের সহযোগিতা নিয়ে আগামীতে সে আরো ভয়ানক ভয়ানক জাদু পরিবেশন করতে চায়। অপর দিকে তার বাবা মা জানান ছেলের এই সাহসী উদ্যোগে তারা খুশি কিন্তু তারা চায়না ছেলে জীবনের বাজি রেখে আগামীতে এমন জাদু করুক।প্রিতম বর্তমানে ধর্মনগর মহাবিদ্যালয়ে ইংরেজি অনার্সে পাঠরত।সোমবার তার জাদু দেখে  উপস্থিত সকলের কামনা রাজ্যের গর্ব দ্যা প্রিতম আগামীদিন আরো এগিয়ে যাক।


Post a Comment

0 Comments