জাল নোট ধরা পড়লো রাজধানীর গোলবাজারে।



শহর জুড়ে জাল নোটের ছড়া ছড়ি। পুজোর প্রাক মুহূর্তে রাজধানীর গোলবাজার থেকে ধরা পড়ল জাল নোট সহ দুই ব্যক্তি। ৫০০ টাকার জাল নোট প্রচুর পরিমাণে বাজারে এসেছে বলে সূত্রের খবর। আবার ও জাল নোটের সমস্যায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Post a Comment

0 Comments