আহা কি আনন্দ আকাশে বাতাসে... পুজোর প্রাক মুহূর্তে বাতাসে যখন শিউলি ফুলের গন্ধ আকাশে যখন টুকর মেঘের ভেলা তখন বলুন তো কার মন মানতে চায় শাসন আর শাসকের কঠোর নির্দেশে। মন তো তখন বাঁধন হারা ময়না পাখি। আহা.. শাসকের কঠোর নির্দেশে সাধারণ মানুষ যখন নাজেহাল, যখন এক মুহূর্ত হেলমেট ছাড়া ড্রাইভ করা আইনত দণ্ডনীয়, সেখানে দেখুন আইনের দুই রক্ষক কি আনন্দে হেলমেট বিহীন TR 05B6268 স্কুটি করে ঘুরে বেড়াচ্ছে। যদিও এমন ছবি প্রায় ই ধর্মনগরের জনগন দেখেন, কিন্তু প্রতিবাদ করতে সাহস করেন না। আসলে কে চায় শাসকের রক্ত চক্ষুর কবলে পড়তে ।
0 Comments