আবার ও সাফল্য পেল ধর্মনগর পুলিশ। আনুমানিক আজ রাত ৭.৩০ মিনিট নাগাদ ধর্মনগরের শিব শক্তি পান ভান্ডারে অভিযান চালিয়ে ৬৩ পেকেট গাঁজা উদ্ধার করে পুলিশ।পুলিশ শিব শক্তি পান ভান্ডারের মালিক দুলাল ঘোষ কেও আটক করেছে। এস ডি এম অফিসের নাকের ডগায় শহরের প্রান কেন্দ্রে দীর্ঘদিন যাবৎ চলছে এই ব্যবসা। কোনো এক অজানা কারনে এই ব্যবসায়ী ধরা ছোঁয়ার বাইরে থাকেন সর্বদা। উনার বিরুদ্ধে রাত দুটো অব্দি দোকান খুলে রাখার অভিযোগ ও এলাকা বাসী অনেক আগে থেকে করে আসছে কিন্তু কোন লাভ হচ্ছে না। অবশেষে পুলিশের কাছে আজ বামাল ধরা পড়ায় এলাকা বাসী একটু স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে, এবার হয়তো কিছু হবে।
0 Comments