আনুমানিক রাত ৯.৩০ মিনিট নাগাদ সাসপেন্ড এর আদেশ পেলেন গোলবাজার পুলিশ ফাড়ির ওসি সাহেব। সুত্রের খবর, গতকাল সন্ধ্যায় এসপি সাহেব এর নেতৃত্বে পুলিশের এট বিরাট দল গোলবাজার নেশা বিরোধী অভিযানে যায়। এই অভিযানে ধরা পড়ে ২৮ জন মাতাল সহ প্রচুর পরিমাণে দেশি মদ। পুলিশ ফাড়ির এত কাছে কি করে চলছে এই অবৈধ ব্যবসা। এত মাতালের মাতলামি কি করে ধরা পড়ল না ওসি জয়ন্ত দাস সাহেবের চোখে। না কি অন্য কিছু ? জানা গেছে বিষয় টি ভালো ভাবে নেন নি পুলিশ সুপার। এর ই ফল স্বরূপ ওসি জয়ন্ত দাসের হাতে ধরিয়ে দেওয়া হয় সাসপেন্ড এর নোটিশ।
0 Comments