IIW: নিজস্ব প্রতিনিধি: শারদ উৎসব কে কেন্দ্র করে 'প্রয়াস' এর উদ্যোগে আজ ধর্মনগরে আয়োজন করা হয়েছিল রক্ত দান শিবির ও দুঃস্থ দের মধ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠান। শারদ উৎসব আনন্দ মুখর হউক এই বার্তা নিয়ে উত্তর ত্রিপুরা জেলার গ্রামের ৭৫ জন গরীব মানুষের হাতে তুলে দেওয়া হয় বস্ত্র। এদিকে রক্ত দান শিবির পরিনত হয় উৎসবে। মোট ৬৪ জন এখানে রক্ত দান করেন। পুলিশ, টি এস আর এমন কি ডিআইজি পর্যন্ত রক্ত দানে সামিল হন। অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করা হয় ২৫০০০ টাকা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ, ডিআইজি নর্দান রেঞ্জ, ডিএম নর্থ, ডিএফও নর্থ, এসপি নর্থ, ও বিশিষ্ট সমাজ সেবক শ্রী রসিক রঞ্জন গোস্বামী।
0 Comments