IIW:বিকাশ ভট্টাচার্য,১৬ অক্টোবর,ধর্মনগর, মহাসপ্তমীতে উত্তরে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মহারাজা বীরবিক্রম মাণিক্যের মূর্তি উন্মোচন ও ধর্মনগর কালীবাড়িতে অঞ্জলি দিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মহারাজা বির বিক্রম মাণিক্যের মূর্তি উন্মোচন শেষে এগিয়ে চলো ক্লাব এর পূজো উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। উদ্বোধন অনুষ্ঠান শেষে সোজা চলে গেলেন টাউন কালীবাড়িতে মুখ্যমন্ত্রী ও উনার সহধর্মিনী। ধর্মনগরের কল্পনা সেবা সমিতি আশ্রমেও আসেন মুখ্যমন্ত্রী ও উনার সহধর্মিনী। সেখানে মধ্যাহ্নভোজন করেন তারা। শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিংকু রায়ের আশ্রমের এই প্রথম দূর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। মুখ্যমন্ত্রীর সফরে উনার সাথে ছিলেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিংকু রায়, মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী সহ অন্যান্যরা। মহারাজা বির বিক্রম মাণিক্যের মূর্তি উন্মোচন কালে রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ব বন্ধু সেন দাবি রাখেন রাজবাড়ী আই এস বি টি সড়ক টি মহারাজা বির বিক্রম মাণিক্যের নামে নামকরণ করা হোক। সাংবাদিকদের সাথে মিলিত হয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ও উনার সহধর্মিণী রাজ্যবাসী সহ উত্তর জেলাবাসীকে শারদীয় দূর্গোৎসবের শুভেচ্ছা জানান।
0 Comments