১২ই অক্টোবর ২০১৮ নোয়াগাউ স্থিত বেথলেহেম ইংলিশ ইস্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীদের উদ্যোগ এক সাফাই অভিযান অনুষ্ঠিত হয়। এই সাফাই অভিযানে অংশগ্রহণ করেছেন প্রায় পাঁচ শতাধিক ছাত্র। এমনকি অভিযানে বাদ পড়েননি ইস্কুলের প্রধান শিক্ষক টি বি চো লাল সাংকিমা। নোয়াগাউ বাজার সেড থেকে শুরু করে রাস্তার দুপাশের আবর্জনার স্তুপ পরিস্কার করা হয়। ইস্কুল ও তার চারপাশের পরিবেশ সুন্দর ও পরিচ্ছন্ন রাখতেই এই উদ্যোগ বলে জানান ইস্কুলের কর্তৃপক্ষ। এই সাফাই অভিযানের মাধ্যমে বেথলেহেম ইংলিশ ইস্কুলের পক্ষ থেকে এই সংকল্প করা হয়- পরিবেশকে সুন্দর ও সুস্থ্য রাখতে এধরনের সাফাই অভিযান ঘন ঘন চালানো হবে ।
0 Comments