পূজোর আনন্দে ভাসছে রাজধানী। জাতি, উপজাতি সকল অংশের মানুষের মধ্যে প্রান খোলা উচ্ছ্বাস।



IIW: নিজস্ব প্রতিনিধি: আগরতলা, ১৬ অক্টোবর ৷৷ মহাসপ্তমীর সন্ধ্যাতেই রাজধানী শহরের বুকে জনঢল। যদিও চতুর্থী থেকেই এই ভীড় চোখে পড়েছে। "মা"কে দর্শনে পথে নেমেছেন প্রচুর সংখ্যক দর্শনার্থী। পূজোর উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে জাতি, উপজাতি সকল অংশের মানুষের মধ্যে। পুজোর এই কটা দিন মানুষের মনে শুধু আনন্দ ও উচ্ছ্বাস। পুজোকে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ ভাবে শেষ করতে আরক্ষা দপ্তরের পক্ষ থেকে নেওয়া হয়েছে ঢালাও নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ-টি এস আর এর সাথে নামানো হয়েছে বি এস এফ, সি আর পি এফ এবং আসাম রাইফেলের জওয়ানদের। পুজোর আগামী দিন গুলোতে আরো বেশী লোক সমাগম হবে বলে আশা করা যাচ্ছে।

Post a Comment

0 Comments