সরকার বদলেও ভাগ্য বদলায় নি উজান পুমাটিলা গ্রামবাসীর।




সরকার বদল হয়, কিন্তু ভাগ্য বদল হয় না তাদের। তারা যে তিমিরে ছিল সেই তিমিরেই আছে। এমনই ভাগ্য নিয়ে বেঁচে আছে উত্তরের কাঞ্চনপুর এর অন্তর্গত ব্রুইফাং পাড়া, সারিয় গুরপিং উজান পুমাটিলা গ্রাম। অনায়াসেই প্রশাসনের দৃষ্টি এড়িয়ে যায় অজ-পাড়াগা। উজান পুমাটিলা যাবার রাস্তা দীর্ঘদিন যাবৎ বেহাল দশায় পরে রয়েছে। অনেক বার প্রশাসনের নজরে আনা সত্ত্বেও কোনো লাভ হচ্ছে না। আজ ঐ এলাকার তিন জন ডাইরিয়ায় আক্রান্ত, তাদের দশদা হাসপাতালে নিয়ে যাওয়া যাচ্ছে না। রুগীর পরিবারের কাছে কান্না ছাড়া আর কোন বিকল্প নেই। শেষ পর্যন্ত গ্রামবাসীর সহযোগিতায় মহেন্দ্র রিয়াং (৫২) খুশিরুং রিয়াং (১১) মাধবী রিয়াং (৩২) কে কখনো কাঁধে করে কখনো পলিথিনের চাঙ্গার বানিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাইরিয়া হলে এক ঘন্টার মধ্যে যদি হাসপাতালে চিকিৎসাধীন না করা হয় তবে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। ১২৭০ পরিবারের গ্রাম এখন শুধু দুশ্চিন্তার প্রহর গুনছে।

Post a Comment

0 Comments