IIW: নিজস্ব প্রতিনিধি : ধর্মনগর: ধর্মনগরে অতি পরিচিত নাম সত্যের খোঁজে ২৪ ঘন্টা।
সত্যের খোঁজে ২৪ ঘন্টা শারদ সন্মান এবার ৬ তম বছরে পা দিল। ☆সেরা থিম ☆সেরা মন্ডপ ☆সেরা প্রতিমা ☆সেরা আলোক সজ্জা ☆সেরা ম্যাগাজিন ☆সেরা সমাজসেবা ও সমাজ বিনোদন এবং ☆সেরার সেরা, মুলত এই বিষয় গুলোর উপর প্রতিযোগিতা হয় ধর্মনগরের পুজো উদ্যোক্তা দের মধ্যে। বিচারকের রায়ে এবার শারদ সন্মানে সন্মানিত হলেন ☆ সেরা মণ্ডপ নবরাগ সংঘ ☆ সেরা থিম আপনজন ক্লাব ☆ সেরা প্রতিমা এগিয়ে চলো সংঘ ☆ সেরা আলোক সজ্জা জেলরোড সার্বজনীন ☆ সেরা ম্যাগাজিন মধ্যশহর সার্বজনীন ☆ সেরা সমাজসেবা ও সমাজ বিনোদন নোয়াপারা ক্লব ও ☆ সেরারসেরা আপনজন ক্লাব। যে পুজো উদ্যোক্তা ক্লাব সেরার সন্মান লাভ করেছেন তাদের পুরস্কৃত করা হয়। এই পুরস্কার গুলো নিয়ে "সত্যের খোঁজে ২৪ ঘন্টা" পরিবার পৌঁছে যায় পুরস্কার প্রাপক পুজো উদ্যোগক্তাদের পূজা প্রাঙ্গণে মহা অষ্টমীর রাতে। সত্যের খোঁজে ২৪ ঘন্টার এই উদ্যোগ ধর্মনগরের শারদ উৎসবে অন্য মাত্রা যোগ করেছে।
0 Comments