IIW: নিজস্ব প্রতিনিধি : গুয়াহাটি: দুর্গা প্রতিমা ভাঙা হল অসমে। যা নিয়ে উত্তেজনা ছড়াল বিস্তীর্ণ এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চলতি দুর্গা পুজোর মরশুমে উত্তর পূর্বের রাজ্য অসমের বিভিন্ন জায়গায় হামলা চালানো হয়েছে বিভিন্ন দুর্গা মণ্ডপে। ভাঙা হয়েছে মূর্তি। ক্ষোভ বাড়ছে বাসিন্দাদের মধ্যে। এই মূর্তি ভাঙা নিয়ে সবথেকে বেশি উত্তেজনা ছড়িয়েছে অসমের বারপেতা জেলায়। ওই জেলায় হউলি এলাকার আনন্দবাজার পুজো মণ্ডপে হামলা চালায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী। ভেঙে দেওয়া হয় দুর্গা প্রতিমার মাথা। এই ঘটনার জেরে উত্তপ্ত হয়ে ওঠে হউলি এলাকা। স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। পরিস্থিতি সামাল দিতে এলাকায় আধা সেনা মোতায়েন করা হয়েছে। অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। এই মূর্তি ভাঙার তদন্ত করতে ঘটনাস্থলে গিয়েছেন বারপেতা জেলার পুলিস সুপার ভাইলেট বড়ুয়া, এএসপি সমীরণ বৈশ্য। হউলি এলাকা দুর্গাপুজো খুবই প্রসিদ্ধ। ওই পুজোয় প্রতিমায় অসমের ঐতিহ্যবাহী পোশাক পরানো হয়। একই সঙ্গে দেবদেবীদের সাজেও থাকে সেই ঐতিহ্যের ছোঁয়া। সেই এলাকার পুজো মণ্ডপে হামলা এবং মূর্তি ভাঙার ঘটনায় খুব স্বাভাবিকভাবেই ক্ষোভ ছড়িয়েছে এলাকায়। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হলেও চাপা উত্তেজনা রয়েছে। শুধু হউলি নয়। অসমের রাজধানী শহর গুয়াহাটিতেও দুর্গা মণ্ডপে হামলা চালানো হয়েছে। গুয়াহাটির পল্টন বাজারের নিউ ফিল্ড এলাকার পুজো মণ্ডপে চলতি মাসের ১৪ তারিখ হামলা চালানো হয়। সেখানে দেবী দুর্গা এবং গণেশের মূর্তি ভাঙা হয়েছিল।
0 Comments