মায়ের প্রসাদে গলা ভেজাতে গিয়ে ফেঁসে গেলেন শাসক দলীয় নেতা রতন দাস।



IIW, ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রীর কঠোর নির্দেশে যখন নেশা দ্রব্য নিয়ে রাজ্য তোলপাড় ঠিক তখনি বিপ্লব বাবুর দলের এক গুণধর বিপ্লবী নেতা মায়ের প্রসাদে গলা ভেজাতে গিয়ে ক্যামেরার চোখে ধরা পড়ে গেলেন। চোখের নিমেষেই ছবি সোশাল মিডিয়ার সৌজন্যে প্রচারে আসতে থাকে। এই বিজয়ী বীর সন্তান এর ছবি প্রচারে আনার অপরাধে সরাসরি দল থেকে বের করে দেওয়া হয় সোনামুড়ার ধ্রুবলাল চৌধুরী কে। খবরে প্রকাশ, সিপাহীজলা জেলার বিজেপির জেলা সভাপতি কিন্তু মায়ের প্রসাদ সেবন করতে গিয়ে ধরা পড়ার পর ও নিজস্ব গৌরবময় পদে বহাল তবিয়তে ই আছেন। জেলা সভাপতি শ্রী রতন দাসের এলাকায় কিন্তু সাধারণ মানুষ দলের এই মদ প্রীতি কে ভালো ভাবে দেখছে না। চৌধুরী সাহেব এই ঘটনাটা জনসমক্ষে এনে বিজেপির বড় কর্তাদের রোষানলে পড়ায় এটাই প্রমাণিত হলো।

প্রথমত, মদের আসরে নেতা কর্মীর থাকাটা দোষের কিছু নয় বরং আসরের ছবি বাইরে প্রকাশ করা অনেক বেশী দণ্ডনীয় অপরাধ।

দ্বিতীয়ত, এটা মায়ের প্রসাদ, বাবার নয় ! মায়ের প্রসাদে আবার পাপ কোথায় ? যদি পাপ হত তাহলে কি মন্দিরের দরজা ভক্তদের জন্যে উন্মুক্ত রাখার সময় রাত ১০টা থেকে বাড়িয়ে ১১ টা করা হতো?

Post a Comment

0 Comments