মহালয়ার পুণ্য প্রভাতে ধর্মনগরে বহু আয়োজন



আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন মা আসছেন বাপের বাড়ি।রাত পোহালেই প্রতিটি ঘরে বেজে উঠবে মায়ের আগমনি বার্তা।ভোরের আলো একটু ফুটতেই সবাই বেরিয়ে পরবেন মহালয়ার পুণ্য প্রভাতে। আর দেবির আগমনি বার্তার আনন্দকে সবার মধ্যে বিলিয়ে দিতে ইতি মধ্যে ধর্মনগরের বিভিন্ন ক্লাব ও পূজো উদ্যোক্তারা মহালয়ার সকালে বিভিন্ন আয়োজনের উদ্যোগ নিয়েছে। জানাগেছে ধর্মনগরের মধ্যশহর সার্বজনীন দূর্গা পুজা কমিটি ও নয়াপাড়া কদমতলা স্টেন্ড সংলগ্ন নয়াপাড়া ক্লাব সোমবার সকালে পূজো প্রাঙ্গণেই মহালয়ার আয়োজন করেছে।এছাড়াও বহুক্লাব দেবির পূরো কাঠামের আদলে টেব্লু নিয়ে শহর পরিক্রমার ও আয়োজন করেছেন।রয়েছে মহালয়ার পুণ্য প্রভাতে বিভিন্ন সামাজিক সংস্থার বিভিন্ন সামাজিক উদ্যোগ।তাই প্রতি বছরেই মত এবারও ধর্মনগর বাসি সোমবার সকালে মহালয়ার আনন্দ উপভোগ করতে ক্লাব উদ্যোগক্তাদের আয়োজনের সাথে সাথে কালী দিঘির পাড়ে ভির জমাবেন বলে আন্দাজ করা যাচ্ছে।

Post a Comment

0 Comments