পাকিস্তানে তৈরী পয়েন্ট ২২ রিভলবার সহ মেলাঘরে ধৃত যুবক।



মেলাঘর থানার পুলিশ আজ সকালে পাকিস্তানে তৈরী পয়েন্ট ২২ রিভলবার সহ এক যুবক কে গ্রেফতার করে। ধৃত যুবকের নাম বিপ্লব গোপ।স্থানীয় সুব্রত সেনের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে রিভলবার সহ যুবক কে জালে তুলে পুলিশ। ধৃত যুবকের কাছ থেকে রিভলবার  ছাড়াও বেশ কিছু নেশা দ্রব্য ও উদ্ধার করেছে মেলাঘর থানার পুলিশ।

Post a Comment

0 Comments