অবৈধ চোলাই মদের কারখানায় পুলিশের হানা।



ধর্মনগর থানার ওসি বেনুমাধব দে এর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী যুবরাজ নগরের রাজনগর এলাকায় হানা দিয়ে অবৈধ চোলাই মদের কারখানা নস্ট করে। ৫০০ লিটার চোলাই মদ নস্ট করা হয়৷ তাছাড়া লক্ষাধিক টাকার চোলাই মদের সামগ্রী ও নস্ট করা হয়। পুলিশ কাউকে গ্রেপ্তার করতে না পারলেও এই অবৈধ কারখানা সতেন্দ্র শুক্লবৈদ্য ও সৌমেন করের বলে পুলিশ জানতে পেরেছে।অনেক দিন থেকেই এলাকাবাসির পক্ষ থেকে এই চোলাই মদের কারখানা গুলি বন্ধের দাবী উঠছিল। পরিশেষে অভিযান চালায় ধর্মনগর থানার পুলিশ।

Post a Comment

0 Comments