বাম আমলের মদ মাফিয়া শংকর দাসের দোকানে পুজোর আগে হানা দিলো পুলিশ। কামেশ্বরের সুপরিচিত শংকরের দোকান বলতেই সবাই চেনে। এখানে বিলাতী মদ পাওয়া জায়। বাম আমলে শংকরের দোকানে কোন দিন পুলিশি হানা হয়নি। কারণ তার হাত নাকি অনেক লম্বা ছিলো। তাছাড়া পুলিশ বাবুদের মাসিক তুল্লা দিতে সে কার্পণ্য করতো না। আজ ধর্মনগর থানার পুলিশ স্থানীয় জনতার অভিযোগ মুলে চাপে পড়ে শংকরের দোকানে হানা দিয়ে অর্ধ লক্ষ টাকার বিলাতী মদ উদ্ধার করে এবং শংকর কে গ্রেপ্তার করে৷ পুজোর আগে ধর্মনগর থানার পুলিশ মদ বিরোধি অভিযান চালালেও ধর্মনগর বাজার সহ বিভিন্ন এলাকায় ব্যবসা চলছে জমিয়ে। একাংশ পুলিশ কর্মী এখনো মদ কারবারিদের কাছ থেকে তুল্লা আদায় করছে বলে অভিযোগ। হিরোইন, ফেন্সিডিল, গাজা ধরলেও মদ ধরতে অনীহা কারণ মদেই নাকি ভরপুর বাণিজ্য।তবে পুলিশ জানিয়েছে পুজো যেনো শান্তি পুর্ণ ভাবে কাটে তার জন্য পুলিশের এমন অভিযান জারী থাকবে।
0 Comments