IIW নিজস্ব প্রতিনিধি :১০ অক্টোবর : রাজ্যে নেশা বিরোধী অভিযান জারি রয়েছে। বুধবার রাজ্যে নেশা বিরোধী অভিযানে বর ধরনের সাফল্য পেল পুলিশ। ঘটনার বিবরণে জানা গেছে বুধবার দুপুরে গোপন খবরের ভিত্তিতে পুলিশ খোয়াই বাইজল বাড়িস্থিত সরকে একটি যাত্রীবাহী মিনিবাসে তল্লাশি চালায়। তল্লাশি চালিয়ে পুলিশ উদ্ধার করেছে প্রচুর পরিমাণে ফেন্সিডিল, তার সঙ্গে রয়েছে ত্রিপুরা ও আসামের প্রচুর পরিমাণে ভুয়া নাম্বার প্লেট। গোপন খবরের ভিত্তিতে
বুধবার দুপুরে পুলিশ টিআর-০১সি১২৬১ নম্বরের একটি মিনিবাসে তল্লাশি চালায়। জানা গেছে, তল্লাশি চালিয়ে ঐ মিনিবাস থেকে প্রায় ৩০০ বোতল কফসিরাফ উদ্ধার করেছে। এরপর পুলিশ উদ্ধারকৃত কফসিরাফ থানায় নিয়ে আসে সাথে সাথে বাসটিকেও থানায় নিয়ে আসে। পুলিশ জানিয়েছে, গোপন খবরের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। পুলিশ জানিয়েছে আগামী দিনেও এই ধরনের অভিযান
চালানো হবে।
0 Comments