ডঃ কে•বি• হেডগাওয়ার ১৯২৫ সালের বিজয়া দশমির দিনে রাষ্ট্রিয় সয়ং সেবক সংঘের প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু আমাদের এতদঞ্চলে দূর্গোৎসবের বিশাল আয়োজন থাকায়। অখিল ভারতীয় স্থরের সিদ্ধান্ত মোতাবেক প্রতি বছর আমাদের রাজ্যেও মহালয়ার পুণ্য প্রভাতে রাষ্ট্রিয় সয়ং সেবক সংঘের সেবক গন সুশৃঙ্খল ভাবে পথ সঞ্চালন কর্মসূচির মধ্য দিয়েই সংঘের প্রতিষ্ঠা দিবস পালন করে থাকেন। ঠিক তেমনি সোমবার মহালয়ার দিন সকাল ৯ টায় উত্তর জেলার সকল সংঘ সেবকগন ধর্মনগরের বি বি আই ময়দানে সম্মেলিত হন। সেখান থেকেই সাদা শার্ট ও খাকি পেন্ট পরিহিত সংঘ সেবকগন একটি সুশৃঙ্খল রেলি নিয়ে পথ সঞ্চালনার মধ্যদিয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেন।রাষ্ট্রিয় সয়ং সেবক সংঘের উত্তর জেলার সংঘ পরিচালক জানান । তাদের মূল উদ্দেশ্য একটি সুন্দর সুষ্ঠ সমাজ গঠনের মধ্যদিয়ে ভারত বর্ষকে শ্রেষ্ঠত্বের আসনে বসানো।
0 Comments