মহালয়ায় আর্টিস্ট সংঘের অঙ্কন প্রতিযোগিতা


অল ত্রিপুরা আর্টিস্ট সংঘের উদ্যোগে সোমবার মহালয়ার প্রভাতে ধর্মনগর বিবেকানন্দ ভবন প্রাঙ্গণে কচিকাঁচাদের নিয়ে বসেআঁকো প্রতিযোগিতার বিশাল আয়োজন করা হয়েছিল।এই আয়োজনে প্রায় ছয়শতাধিক শিশু কিশোররা ছবি আঁকাতে অংশ নেন।এই প্রতিযোগিতার আহ্বায়ক তথা অঙ্কন শিল্পী কৌশ্তভ ভট্টাচার্য বলেন মূলত মায়ের আগামনি বার্তার আনন্দ সকলের মধ্যে ভাগ করে নিতেই আর্টিস্ট সংঘের এই আয়োজন। প্রতিযোগিতা চলাকালীন বসেআঁকো প্রাঙ্গণে উপস্থিত হন ধর্মনগরের বিধায়ক তথা ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ব বন্ধু সেন । সাথে ছিলেন উত্তর ত্রিপুরা কাল্চারেল সেলের আহ্বায়ক দিপাল দাস।সমাজ সেবক অলকেশ আদিত্য, জহর চক্রবর্তী প্রমুখ। প্রত্যেকেই অংশ গ্রহণ কারি কচিকাঁচাদের ছবি আঁকতে উত্সাহিত করেন।পাশাপাশি ছোটদের ছবি আঁকার মধ্যেও ছিল ব্যাপক উৎসাহ।

Post a Comment

0 Comments