' গনতন্ত্রকে অস্বীকার করতে চাই না, বা ভোট বয়কট করতেও চাই না ' বললেন, শরণার্থী সংগঠনের নেতা তথা এমবিডিপিএফ এর সভাপতি।


IIW: নিজস্ব প্রতিনিধি, রুপঙ্কর মগ, কাঞ্চনপুর :- গনতন্ত্রকে অস্বীকার করতে চাই না, বা ভোট বয়কট করতেও চাই না ' ঠিক এভাবেই শুরু করলেন শরণার্থী সংগঠনের নেতা তথা এমবিডিপিএফ এর সভাপতি কাঞ্চনপুর  মিডিয়া ক্লাবকে নিয়ে করা প্রেস মিটে। মিজোরাম প্রদেশ কে সম্পূর্ণ ভাবে নিয়ন্ত্রণ করছে অয়াইএমএ এবং অন্যান্য এনজিও। তারা অল ইন্ডিয়া রেডিও দ্বারা খবর জারী করেছে মিজোরামে ভোট শেষ না হওয়া পর্যন্ত রিয়াং শরণার্থীদের জন্য যাতায়াত ব্যবস্থা বন্ধ থাকবে। তাই মিজোরাম গিয়ে ভোট প্রদান করা সম্ভব নয়। তাছাড়া মিজোরাম গিয়ে ভোট প্রদান করা তাদের জন্য বিপদজনক হতে পারে। কারন এনজিও গুলি ব্রো দের তীব্র বিরোধীতা করে। শুধু তাই নয়, সমস্যার দিক থেকে আরো কিছু বিষয় আছে বৃদ্ধ, অসুস্থ, এমন কি গর্ভবতী মহিলারা আছেন,  তাদের পক্ষে ছয় ঘণ্টার রাস্তা অতিক্রম করে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করা অসম্ভব। যদি ভারতের ইলেকশন কমিশনার চান তবে প্রত্যেক শরণার্থী শিবিরে ভোটের ব্যবস্থা করা যেতে পারে। তাতে সবার সমস্যার সমাধান হবে। আর যদি শরণার্থী শিবিরে ভোটের ব্যবস্থা না করা হয়, তবে তারা কেউ মিজোরাম গিয়ে ভোট প্রদান করবেন না পরিস্কার জানিয়ে দিয়েছেন। তিনি আরো বলেন যে, শরণার্থীরা ভালভাবে জানে মিজোরাম তাদের বাসভূমি কিন্তু এনজিও ব্রোদের অবহেলা করে এবং সেখানে জীবনের নিরাপত্তা নেই। এই প্রেস মিটে উপস্থিত ছিলেন চারটি শরণার্থী শিবিরের প্রতিনিধি ও কাঞ্চনপুরের এসডিএম সাহেব।

Post a Comment

0 Comments