মিজোরামে কার সরকার ??? গণদেবতারা রায় দিচ্ছেন কার পক্ষে ?

   

IIW: দয়ানন্দ চৌধুরী, নিজস্ব প্রতিনিধি, পানিসাগর :- ২০১৮ মিজোরাম বিধানসভা নির্বাচন। আজ বুধবার ২৮ নভেম্বর সকাল ৭টা থেকে শুরু হয়েছে মিজোরাম বিধান সভা নির্বাচনের ভোট পক্রিয়া। তাই এবার মিজোরাম ১৩০০০ রিয়াং শরনার্থি ভোটারদের জন্য ভারতের নির্বাচন কমিশন মিজোরামের কানমুনে ১৫ টি পুলিং স্টেশনে ভোট গ্রহনের ব্যাবস্থা করেছে। এই ১৫ টি পুলিং স্টেশনের নিরাপত্তার জন্য আনা হয়েছে ৩ কোম্পানি সিআরপিএফ, বিএএফ ও আসাম রাইফেল। প্রত্যেক পুলিং স্টেশনের সামনে রয়েছে কঠোর নিরাপত্তা ব্যাবস্থা। শরনার্থি শিবির গুলি থেকে ভোটারদের ভোট কেন্দ্রে আসা ও যাওার জন্য নির্বাচন কমিশন থেকে প্রচুর পরিমান গাড়ী ও নিরাপত্তার ব্যাবস্থা করা হয়েছে। সব মিলিয়ে উৎসবের মেজাজে চলছে ভোট প্রক্রিয়া। তবে মিজোরামের মোট ৮ (আট)টি রাজনৈতিক দলের মধ্যে কোন দল সরকার গঠন করবে তা এখনো বোঝা যাচ্ছে না। কিন্তুু ভোটার দের কাছ থেকে যে আভাস পাওয়া যাচ্ছে তাতে বুঝা যায় যে বিজেপি দলের পাল্লা ভাড়ি হতে চলছে।

Post a Comment

0 Comments