IIW, বিকাশ ভট্টাচার্য , ধর্মনগর প্রতিনিধি :- উত্তর জেলার অন্যতম একটি পর্যটন কেন্দ্র জম্পুই পাহাড়।কিন্তু যে জম্পুই পাহাড় কমলা লেবুর জন্য উত্তর-পূর্ব ভারতের কাছে সুপরিচিত ছিল সেই জম্পুই হিল আজ ফাঁকা। সবুজ পাহাড় প্রকৃতির মনোরম দৃশ্য, শীতের মৌসুমে পর্যটকরা কমলা লেবুর জন্য ছুটে আসলেও নিরাশ হয়ে যাচ্ছেন বর্তমানে। জম্পুই আর ডি ব্লক এলাকায় কমলা চাষিরা আজ কমলা লেবুর বদলে সুপারি চাষ করছেন। যে সমস্ত কমলা গাছগুলি রয়েছে সেই গাছগুলিতে কমলা ধরছেনা এবং গাছগুলি মরে যাচ্ছে। তাই কমলা লেবুর ফলন বিনষ্টের পথে। তার কারণ অনুসন্ধান করতে আমরা হার্টিকালচার এর সেক্টর অফিসারের সাথে কথা বলি। সেক্টর অফিসার জানান, জম্পুই এর কমলায় ভাইরাস দেখা দিয়েছে। একটি গাছ থেকে অন্য গাছে ভাইরাস সংক্রমিত হচ্ছে যার কারণে মরে যাচ্ছে গাছগুলি। নাগপুর সহ ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে আগত কৃষিবৈজ্ঞানিকরা জম্পুই এর কমলা গাছগুলি কেটে ফেলার পরামর্শ দিয়েছেন এবং ৭ থেকে ১০ বছর পর পুনরায় কমলা লেবুর চারা লাগানোর জন্য বললেও বেশ কিছু এলাকায় মালিকগণ এখনো কমলার গাছ কাটেনি যার ফলে জম্পুই এর মাটিতে এখনও ভাইরাস রয়ে গেছে। তবে হার্টিকালচার এর উদ্যোগে প্রায় আড়াই শত নতুন চারা লাগানো হয়েছে যাতে করে জম্পুই এর কমলা ধরে রাখা যায়। আসলে অস্তিত্ব হারাচ্ছে জম্পুই, যে কমলালেবু ছিল জম্পুই তথা ত্রিপুরার আকর্ষণ আজ কিন্তু তা ফিকে হয়ে গেছে। প্রায় বিলুপ্তির পথে জম্পুই এর কমলালেবু
0 Comments