ঊনকোটি দেখে অভিভূত থাইল্যান্ডের মহারানী


IIW, দেবাশীষ দত্ত,  কৈলাসহর প্রতিনিধি :- পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী থাইল্যান্ডের মহারানী মঙ্গলবার সাড়ে ১১ টা নাগাদ হেলিকপ্টারে করে কৈলাসহর বিমানবন্দরে অবতরণ করেন।  বিমানবন্দর থেকে সোজা চলে যান সার্কিট হাউসে।  সার্কিট হাউসে দুপুরের খাওয়া দাওয়া সেরে প্রায়  ঘন্টাখানেক পরে ঊনকোটি তে যান  তিনি।  ঊনকোটি তে প্রায় এক ঘন্টা সময় কাটিয়ে আবার সার্কিট হাউসে চলে আসেন তিনি। সার্কিট হাউসে আধঘন্টা বিশ্রাম করে তিনি চলে যান কৈলাসহর বিমানবন্দরে। দুপুর ২.৪৫ মিনিটে হেলিকপ্টারে করে তিনি রওনা দেন আগরতলার উদ্দেশ্যে। ঊনকোটি সফরের সময় উনার সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহোদয়। সার্কিট হাউস থেকে বিমানবন্দরে যাবার পূর্বে গাড়িতে বসে মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জানান মহারানী  ত্রিপুরা এবং  কৈলাসহর বাসির অভ্যর্থনা দেখে তিনি খুবই খুশি।  ঊনকোটি দেখে তিনি অভিভূত । ঊনকোটির পাহাড়ের প্রত্যেকটি মূর্তির খোঁজ খবর নেন মহারানী। মহারানী বলেন ত্রিপুরাতে আবারো আসবেন এবং উদয়পুর, নিরমহল ও দেবতামুড়া  ঘুরে দেখবেন তিনি।

Post a Comment

0 Comments