চুরাইবাড়িতে আবারো আটক ইয়াবা ট্যাবলেট


IIW,  বিকাশ ভট্টাচার্য , ধর্মনগর প্রতিনিধি  :- ইয়াবা ট্যাবলেট এবং হিরোইন সহ আটক চার যুবক।TR01BB0771 নাম্বারের ইকো স্পর্টস গাড়ী করে আসাম থেকে রাজ্যে আসার সময় গোপন সূত্রের খবরের ভিত্তিতে চুরাইবাড়ি পুলিশ গেইটে তাদের আটক করেন ডিআইবি ডিএসপি বিক্রমজিৎ শুক্ল দাস। ধৃতদের নাম ১/শংকর সরকার (৩৭)পিতা - সত্যরঞ্জন সরকার  বাড়ি আমতলী।
২/সৈকত দত্ত (৩১) চালক-পিতা জহরলাল দত্ত সুভাষ নগর শ্রীনগরের বাসিন্দা।
৩/লিটন ঘোষ (৪৬) পিতা - হীরালাল ঘোষ রানীর বাজারের বাসিন্দা।
৪/সুজিত দাস (২৮) পিতা - রামলাল দাস শিলকুড়ি আসাম কাছাড় এর বাসিন্দা ।
এই চার যুবক বর্তমানে চুড়াইবাড়ি থানার হেফাজতে রয়েছে। তবে পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী আসার পর গাড়ী থেকে নেশা সামগ্রী গুলি নামানো হবে। তবে ইয়াবা ও হিরোইন গুলো কয়েক লক্ষ টাকার হতে পারে বলে ধারণা করা হচ্ছে ।

Post a Comment

0 Comments