IIW, আমবাসা প্রতিনিধি, পিংকু বিশ্বাস :- আমবাসা থানা ও স্থানীয় নাইলাহা এলাকাবাসীর সহযোগিতায় নম্বরবিহীন বোলেরো গাড়ী এবং 20 লক্ষাধিক টাকা উদ্ধার আটক 3 জন যুবক। জানা গেছে আজ সকালবেলা নম্বর বিহীন একটি বোলেরো গাড়ী গৌহাটি থেকে আগরতলা যাবার পথে আমবাসা থানার রুটিন চেকিংয়ের সময় একটি বোলেরো গাড়ী নম্বর বিহীন দেখতে পেয়ে পুলিশের সন্দেহ হয় । গাড়িটিকে আটকাবার জন্য পুলিশ যখন সিগনাল দেয় তখন গাড়িটি না থেমে আগরতলার দিকে রওনা দিতে থাকে আমবাসা থানা থেকে কিছু দূরেই রয়েছে একটি টিএসআর ক্যাম্প। পুলিশ সাথে সাথে টিএসআর ক্যাম্প এ খবর দেয় টি এস আর বাহিনী সাথে সাথে খবর পেয়ে ওদের গেইট ফেলে দিয়ে গাড়িটিকে আটকানোর অনেক চেষ্টা করে কিন্তু গাড়িটি তখন দ্রুত গতিতে টিএসআর ক্যাম্প এর গেট দেখে জাতীয় সড়কের দিকে রওনা দেয় । জাতীয় সড়কের উপর গাড়িটিকে রেখে অভিযুক্ত তিন যুবক নাইলাহা বাড়ির জঙ্গলের দিকে গাড়ি থেকে তিনটি ব্যাগ নিয়ে দৌড়াতে থাকে তখন এলাকাবাসীর নজরে আসে এই ঘটনা। এলাকাবাসীর সহযোগিতায় ওই জঙ্গল থেকে অভিযুক্ত তিন যুবক সমেত তিনটি ব্যাগ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায় ধৃতরা তিনজনেই সোনামুড়ার বাসিন্দা ধৃতরা হলো তুহিন দত্ত, ফজর আলী, আক্তার হোসেন, পুলিশ অভিযুক্ত যুবকদের আটক করে থানায় নিয়ে আসে। সুত্রের খবর যে তারা নেশা সামগ্রী পাচারের বাণিজ্যের সাথে যুক্ত। গৌহাটি থেকে এই বিপুল পরিমাণ টাকা তারা আগরতলায় নিয়ে যাচ্ছিল ।
0 Comments