প্রতারণার দায়ে সিপিএম এর পঞ্চায়েত সদস্য পুলিশের জালে আটক।


 IIW, দেবাশীষ দত্ত,  কৈলাসহর প্রতিনিধি :- কৈলাসহরের বড়োসড়ো এক দালালকে ইরানি থানা আটক করল , ইরানি থানার অন্তর্গত শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা  আব্দুল মজিদের ছেলে জামাল মিয়ার বিরুদ্ধে দীর্ঘদিন অভিযোগ ছিল থানায়, অনেকদিন ধরে  জামাল পালিয়ে ছিল , জামাল কৈলাসহর এর বিভিন্ন অঞ্চলের বেকার যুবকদের বিদেশে পাঠানোর নাম করে অনেক টাকা আত্মসাৎ করেছে,  শুধু কৈলাসহর নয় ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমার অন্তর্গত অনেক অঞ্চলের যুবকদের কাছ থেকে অনেক টাকা আত্মসাৎ করেছে জামাল,  এমনকি ঊনকোটি জেলা ছাড়াও উত্তর জেলা এবং ধলাই জেলার বিভিন্ন অঞ্চলের বেকার যুবকদের কাছ থেকেও বহু টাকা হাতিয়ে নিয়েছে জামাল,  প্রতারিত যুবকরা জামালকে রবিবার বদরপুর রেল স্টেশনে দেখতে পেয়ে হাতেনাতে ধরে ফেলে এবং উত্তম-মধ্যম দিয়ে ইরানি থানায় জানালে পুলিশ  জামালকে বদরপুর থেকে ইরানি থানায় নিয়ে আসে।  থানায় এনে জামালকে জিজ্ঞাসাবাদের পর আরমান আলী নামে আরেক প্রতারক এর নাম বেরিয়ে আসে,  জানা গেছে আরমান আলী শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের  সি পি আই এম এর নির্বাচিত সদস্য, বর্তমানে জামাল এবং আরমান দুইজনেই ইরানি থানায় আটক রয়েছে।

Post a Comment

0 Comments