IIW, আগরতলা ২৭ নভেম্বর :- মঙ্গলবার রাজ্যে এলেন থাইল্যান্ডের রাজকুমারী মহাচক্রী শিরিনধর্নি। মঙ্গলবার বেলা সোয়া ১১টায় তিনি আগরতলা বিমানবন্দরে আসেন সেখান থেকে তিনি বায়ুসেনার বিমানে করে তিনি কৈলাসহর বিমানঘাঁটিতে পৌছবেন। জানা গেছে, তিনি বায়ুসেনার তিনটি চপার কৈলাসহর বিমানঘাঁটিতে অবতরণ করবে। সেখান থেকে রাজকুমারী মহাচক্রী শিরিনধর্নি কনভয় যাবে সার্কিট হাউসে। সেখানে রাজকুমারী মহাচক্রী শিরিনধর্নি ও অন্যান্য অতিথিরা সার্কিট হাউসে বিশ্রাম করবেন এবং তারা লাঞ্চ করবেন। এরপর রাজকুমারী মহাচক্রী শিরিনধর্নি কনভয় উনকোটি প্রত্নস্থলের উদ্দেশ্যে রওনা দেবে। উনকোটি পরিদর্শন শেষে বিকালে আগরতলার উদ্দেশ্যে কৈলাসহর ত্যাগ করবেন। জানা গেছে, রাজকুমারী মহাচক্রী শিরিনধর্নির সফর সঙ্গী হবেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এছাড়া এই সফরে থাকছেন দিল্লিস্থিত থাই দূতাবাসের আধিকারিকরা ও থাই মিডিয়ার একদল প্রতিনিধি। সমস্ত কৈলাসহর জুড়ে চলছে কঠোর নিরাপত্তা 'ব্যবস্থা। জানা গেছে, কৈলাশহরে যাওয়ার সমস্ত গাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। বাজার, স্কুল ও কলেজে, সমস্ত জায়গায় চলছে নিরাপত্তা বাহিনীদের তল্লাশি অভিযান।। জানা গেছে, কিংডম অব থাইল্যান্ডের রাজকুমারীর সফর উপলক্ষে কৈলাসহর সার্কিট হাউস থেকে উনকোটি পর্যন্ত রাস্তার দুপাশে বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও সাধারণ মানুষ বিভিন্ন জনগোষ্ঠীর পোশাকে সুসজ্জিত হয়ে ভারত ও থাইল্যান্ডের জাতীয় পতাকা হাতে নিয়ে রাজকুমারীকে স্বাগত ও অভ্যর্থনা জানাবেন। জানা গেছে, থাইল্যান্ডের রাজকুমারী মহাচক্রী শিরিনধর্নির কৈলাসহরের সফর কে কেন্দ্র করে গোটা উনকোটিকে নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে ফেলেছে টিএসআর জওয়ানরা। জানা গেছে, প্রায় ৩০০ জন জওয়ানকে সেখানে নিযুক্ত করা হয়েছে। জানা গেছে উনকোটি মূর্তি গুলিকে পরিষ্কার করা হয়েছে। জানা গেছে, থাইল্যান্ডের রাজকুমারীর প্রথমবার কৈলাসহর সফরকে স্মরণীয় করে রাখতে সব ধরনের প্রশাসনিক প্রস্তুতি নেওয়া হয়েছে।
0 Comments