পানিসাগরে টি আর কে এস এর সম্মেলন



IIW,পানিসাগর,দয়ানন্দ চৌধুরি,নিজস্ব প্রতিনিধি, ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের উদ্দ্যোগে অনুষ্ঠিত হয় পানিসাগর মহকুমা ভিক্তিক প্রথম দ্বি  বার্ষিক সম্মেলন।উক্ত সম্মেলনটি রবিবার সকাল ১০ ঘটিকায় পানিসাগর টাউন হলে অনুষ্ঠিত হয়।
এই দিনের সম্মেলনে টি আর কে এস এর নেতৃত্বরা ত্রিপুরা রাজ্য শিক্ষক সংঘের নবগঠিত কমিঠি গঠন করা হয়।
এতে সভাপতিত্ব  করেন পানিসাগর মহকুমা কমিটির সভাপতি রাধাচরন রুদ্র পাল মহাশয়।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন টি আর কে এস সভাপতি শংকর রায়।প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সম্মেলনের শুভ সুচনা করেন টি আর কে এস এর সহসভাপতি কৃষ্ণজ্যোতি ভট্টাচার্য্য।
এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য টি আর কে এস নেতৃত্ব বিমল ঘোষ সহ বিশিষ্ট জোনেরা।উক্ত সম্মেলনে গোটা মহকুমার বিদ্যালয়ে থেকে প্রায় চার শতাধিক শিক্ষক শিক্ষিকা সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারিরা অংশ গ্রহন করেন।
সম্মেলনের শেষ লগ্নে পানিসাগর মহকুমার নবঘটিত শিক্ষক সংঘের আত্মপ্রকাস হয়।এই সম্মেলন কে কেন্দ্র করে গোটা মহকুমার কর্মচারীদের মধ্যে আনন্দের বাতাবরন পরিলক্ষিত হয়।

Post a Comment

0 Comments