কৈলাসহরবাসী অপেক্ষার প্রহর গুনছে রাজকুমারীর আগমনের।


IIW: দেবাশীষ দত্ত, নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর :- কৈলাসহর বাসী অপেক্ষার প্রহর গুনছে রাজকুমারীর আগমনের। রাজকুমারীর আগমনকে কেন্দ্র করে কৈলাসহরে খুশির হাওয়া বইছে। ২৭ নভেম্বর ঊনকোটি পরিদর্শনে আসছেন থাইল্যান্ডের রাজকুমারী। এই প্রথমবার তিনি কৈলাশহরে আসছেন। উনার সফরসঙ্গী হিসাবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। থাইল্যান্ডের রাজকুমারী  আগামী ২৭ নভেম্বর সকালে আগরতলা মহারাজা বীরবিক্রম বিমানবন্দর থেকে হেলিকপ্টারে কৈলাশহরে আসবেন। কৈলাশহর সার্কিট হাউসে সাময়িক বিরতির পর তিনি দুপুরে ঊনকোটি প্রত্নস্থলের উদ্দেশ্যে রওনা হবেন। ঊনকোটি পরিদর্শন শেষে বিকালে আগরতলার উদ্দেশ্যে কৈলাশহর ত্যাগ করবেন। কিংডম অব থাইল্যান্ডের রাজকুমারীর সফর উপলক্ষে কৈলাশহর সার্কিট হাউস থেকে উনকোটি পর্যন্ত রাস্তার দুপাশে বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও সাধারণ মানুষ। বিভিন্ন জনগোষ্ঠীর পোশাকে সুসজ্জিত হয়ে ভারত ও থাইল্যান্ডের জাতীয় পতাকা হাতে নিয়ে রাজকুমারীকে স্বাগত ও অভ্যর্থনা জানাবেন। তাকে স্বাগত জানিয়ে রাস্তায় বড় বড় তোরণও তৈরি করা হচ্ছে। থাইল্যান্ডের রাজকুমারীর প্রথমবার কৈলাশহর সফরকে স্মরণীয় করে রাখতে সব ধরনের প্রশাসনিক প্রস্তুতি নেওয়া হয়েছে। সার্কিট হাউজের রঙ বদল করে নুতন রঙ লাগান হয়েছে। গত জুন মাসের বন্যায় কৈলাসহর এয়ারপোর্ট প্রায় নষ্ট হয়ে গিয়েছিলো।এয়ারপোর্টকে দিবা রাত্র কাজ করে ঠিক করা হচ্ছে। এমনকি ঊনকোটির ছোট ছোট পাথরের মূর্তি পাহাড়ে উঠার সিড়ি সব মেরামত করা হচ্ছে। কিংডম অব থাইল্যান্ডের রাজকুমারীর সঙ্গে সে দেশের একটি উচ্চ পর্যায়ের সরকারী প্রতিনিধি দলও উপস্থিত থাকবে সফরসঙ্গী হিসাবে বলে জানা গেছে।আন্তর্জাতিক স্তরের এত বড় মাপের অতিথি কৈলাসহরে সম্ভবত এই প্রথম।

Post a Comment

0 Comments