IIW: দেবাশীষ দত্ত, নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর :- কৈলাসহর এর সার্বিক অগ্রগতি এবং উন্নতির জন্য আবারো প্রকাশ্যে আন্দোলনে নামলেন কৈলাসহরের উন্নয়ন মঞ্চ, এবার মোট ১৩ দফা দাবি নিয়ে মাঠে নামলেন। শনিবার সন্ধ্যা সাতটায় পুরাতন মোটর স্ট্যান্ডে প্রকাশ্যে পথসভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন উন্নয়ন মঞ্চের সহ-সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য্য, প্রচার সচিব ভাস্কর ঘোষ অধিকারী। সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য মোহিত পাল, অনিল পাল, মলয়েন্দু ঘোষ রায়, বাবলু ঘোষ সহ আরো অনেকেই। নয়টা পর্যন্ত চলা এই পথ সভা শেষে মিডিয়ার সামনে সহ সভাপতি জানান কৈলাসহরে অবস্থিত রাজ্য স্বাস্থ্য দপ্তরের অধীনে এইডস কন্ট্রোল সোসাইটির জেলা অফিস এখান থেকে অন্যত্র সরিয়ে নেবার জন্য সম্প্রতি দপ্তর থেকে এক নির্দেশিকা জারি হয়েছে। তারই প্রতিবাদে এবং অন্যান্য ১৩ দফা দাবিতে এই সভার আয়োজন। প্রচার সচিব ভাস্কর ঘোষ অধিকারী বলেছেন কৈলাসহরের ল্যান্ড কাস্টম অফিসের বন্ধ কাজ দ্রুত শুরু করতে হবে। (২০৮)এ বিকল্প জাতীয় সড়কের সার্ভের কাজ শুরু করতে হবে, ইত্যাদি মোট তের দফা দাবি এবং অফিস স্থানান্তর না করার দাবি নিয়ে শীঘ্রই কৈলাসহরে বড় আন্দোলনে নামছে উন্নয়ন মঞ্চ। তিনি আরো জানান আগামীতে জেলাশাসকের নিকট ডেপুটেশন প্রদান করা হবে এই মর্মে।
0 Comments