IIW: বিকাশ ভট্টাচার্য, নিজস্ব প্রতিনিধি,ধর্মনগর :- আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে কংগ্রেস সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে ব্যস্ত। প্রতিনিয়ত কংগ্রেসের শাখা সংগঠন গুলো বিভিন্ন কর্মসূচি পালন করে চলেছে। রবিবার সকালে ধর্মনগর কংগ্রেস ভবনে মহিলা কংগ্রেসের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ সভা হয়ে গেল। এই সভায় উপস্থিত ছিলেন মহিলা কংগ্রেসের রাজ্য সভানেত্রী।এই সভায় উত্তর জেলার পাঁচটি ব্লক কংগ্রেসের মহিলা নেতৃত্বদের নিয়ে আগামী দিনের রণকৌশল তৈরি করা হয়। আগামী দিনের বিভিন্ন কর্মসূচিও গ্রহণ করা হয়। পাশাপাশি গত ৭ অগাস্ট দিল্লিতে মহিলা কংগ্রেসের একটি সাংগঠনিক লোগো উন্মোচন করা হয়েছিল । রবিবার ২৫ নভেম্বর এই লোগোটি ধর্মনগরেও উন্মোচিত হয়। মহিলা কংগ্রেসের রাজ্য সভানেত্রী চয়দানি ত্রিপুরা, সাথে এই সভায় উপস্থিত ছিলেন উত্তর জেলার কংগ্রেস সভাপতি,ছিলেন কংগ্রেস নেতৃত্ব কেবল নন্দী এবং উত্তর জেলা সভাপতি নিরুপম দে সহ অন্যান্য নেতৃত্বরা
0 Comments