IIW,বিকাশ ভট্টাচার্য্য,ধর্মনগর প্রতিনিধি :- এখনো তেল কারবারীরা তেল চুরি করে মজুত করছে।পুলিশের অবৈধ মজুত করা জালানির বিরুদ্ধে অভিযান অব্যাহত। শনিবার রাতে গোপন সংবাদের ভিক্তিতে গোয়েন্দা শাখার ডিএসপি বিক্রমজিত শুক্লা দাসের নেতৃত্ব বিশাল পুলিস বাহিনী ধর্মনগর থানার অন্তর্গত গঙ্গানগর হেলিপেড সংলগ্ন গভীর জংগলে অভিযান চালিয়ে প্রায় ২৫০ লিটার জালানি উদ্ধার করে।যানা যায় সেই গভির জংগলেই তেল মাফিয়ারা অয়েল টেন্কার থেকে তেল চুরি করে মজুত করছে বহুদিন যাবত।ডিএসপি বিক্রমজিতশুক্লা দাস জানান পুলিশ অবৈধ জালানির বিরুদ্ধে অভিযান জারি থাকবে।
0 Comments