কাঞ্চনপুর মিডিয়া ক্লাবের উদ্যোগে মহকুমা শাসকের নিকট এক গণ ডেপুটেশন দেওয়া হয়।


IIW: রুপঙ্কর মগ, নিজস্ব প্রতিনিধি, কাঞ্চনপুর :- সুস্থ সমাজ গঠনের জন্য সুস্থ শরীরের প্রয়োজন। আর সুস্থ শরীর পেতে গেলে আমাদের অবশ্যই খেলাধুলার দিকে ঝুঁকতে হবে। আর এটাও ঠিক আজকের এই যান্ত্রিক যুগে শিশুরা বা যুবকরা খেলাধুলার উপযুক্ত জায়গা পাচ্ছে না। খেলাধুলার জায়গা না পেয়ে আজকের যুব সমাজ ঝুঁকছে ইন্টারনেটের দিকে। ভিডিও গেম,ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটারের দিকে। শুধু তাই নয়, যে যুবকরা ড্রাগ অ্যাডিকশনের জালে জড়িয়েছে এর পেছনেও একটি বড় কারণ মাঠ থেকে মুখ ফিরিয়ে ঘরকুনো হয়ে একা একা সময় কাটানো। যুবকদের আবার মাঠ মুখো করতে হবে না হলে সমাজ দিনে দিনে ধ্বংসের দিকে এগিয়ে যাবে। এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় গুলি কে মাথায় রেখেই অতি প্রয়োজনীয় একগুচ্ছ দাবি নিয়ে কাঞ্চনপুর মিডিয়া ক্লাব তিন দফা দাবি সনদ নিয়ে এক ডেপুটেশনের আয়োজন করে। গত 23 নভেম্বর কাঞ্চনপুর মিডিয়া ক্লাবের উদ্যোগে কাঞ্চনপুরবাসির সার্বিক উন্নয়নের স্বার্থে তিন দফা দাবি সনদের ভিত্তিতে মহকুমা শাসকের নিকট এক গণ ডেপুটেশন দেওয়া হয়। কাঞ্চনপুর ক্রিকেট এসোসিয়েশনের ফিল্ড রয়েছে কিন্তু ফুটবল খেলার জন্য কোন মাঠ নেই যুবকদের মন মানসিকতাকে সুস্থ রাখার জন্য খেলাধুলা একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই একটি ফুটবল খেলার মাঠ স্থাপন করা অতি আবশ্যক। সমাজে অবৈধ ড্রাগ বিক্রেতারা সমাজের যুব সম্প্রদায় কে নষ্ট করছে তাদের করা হাতে নিয়ন্ত্রণ করতে হবে। ড্রাগ বিক্রেতাদের ননবেলেবুল এরেস্ট এবং ড্রাগ কনজামশন কোয়ান্টিটি ০.৫ গ্রাম করতে হবে। ড্রাগ ব্যবহার করে যাদের জীবন নষ্ট হয়েছে তাদের পুনরায় স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য একটি স্থায়ী কমিউনিটি বেইজড রিহ্যাবিলিটেশন সেন্টারে খুলতে হবে। যোগাযোগ ব্যবস্থার কারণে এই অঞ্চল অনেক পিছিয়ে আছে। রেল লাইন স্থাপনের মাধ্যমে এ অঞ্চল কে এগিয়ে নিয়ে যেতে হবে, যাতে করে যুবকদের কর্মসংস্থানের পাশাপাশি ভারতের বিভিন্ন অংশের মানুষের সঙ্গে সহজে যোগাযোগ করা যায় এবং তার জন্য অতি সত্যর রেল মানচিত্রে কাঞ্চনপুর কে স্থান দিতে হবে। রাস্তাঘাট মেরামতের বিষয়ে কোন ধরনের আপোষ করা চলবে না। মুমূর্ষু রোগীদের কথা চিন্তা করে কাঞ্চনপুরের সাধারন জনগনের কথা মাথায় রেখে ইতিবাচক সিদ্ধান্ত নিতে হবে। কাঞ্চনপুর মহুকুমা হাসপাতালের নিকটে একটি বিলিতি মদের দোকান রয়েছে সেটা সমাজের দায়িত্বশীল ব্যক্তি তথা প্রভাবশালী ব্যক্তির, এই দোকান প্রশাসনিক ব্যবস্থার উপর প্রশ্ন চিহ্ন তৈরি করেছে। সমাজকে সঠিক রাস্তায় নিয়ে যাওয়ার জন্য এই সমস্ত প্রতিবন্ধকতাকে দূর করা একান্ত প্রয়োজন।

Post a Comment

0 Comments