IIW: নিজস্ব প্রতিনিধি :- রেকর্ড তৈরি হয় রেকর্ড ভাঙার জন্য। কিন্তু কিছু কিছু রেকর্ড থাকে যেগুলোকে ভাঙ্গা খুব কঠিন। এমনই এক রেকর্ড গড়লেন মেরি কম। ষষ্ঠবারের জন্য বিশ্ব চ্যাম্পিয়ন হলেন মেরি কম। ওমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ছয়-ছয়বার সোনা জিতলেন মেরি। ২০০৩-২০০৫-২০০৬- ২০০৮-২০১০,এর পর এবার আবার এই টুর্নামেন্টে মেরির জয়জয়কার। জিতলেন ৬ নম্বর সোনার পদক। ৬ নম্বর বার সোনা জিতে এক অনন্য ইতিহাস গড়লেন মেরিকম। যা এ পর্যন্ত পৃথিবীতে আর কারো নেই।
0 Comments