বুধবার উদয়পুরের ওয়ারিংবাড়িতে শ্যামসুন্দর কং জুয়েলার্স এর উদ্যোগে স্বর্ণ গ্রামের দশম বর্ষপূর্তি উদযাপন করা হলো


IIW : নিজস্ব প্রতিনিধি,প্রসেনজিৎ দে (উদয়পুর) : বুধবার উদয়পুরের ওয়ারিংবাড়িতে শ্যামসুন্দর কং জুয়েলার্স এর উদ্যোগে স্বর্ণ গ্রামের দশম বর্ষপূর্তি উদযাপন করা হলো। প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করলেন কৃষি, পরিবহন তথা পর্যটন দপ্তরের মন্ত্রী প্রানজিৎ সিংহ রায়। সাথে উপস্থিত ছিলেন বিধায়ক বিপ্লব কুমার ঘোষ ছিলেন ভারত সেবাশ্রমের সহ-সম্পাদক স্বামী বুধিষ্ঠানন্দ মহারাজ। এবং শ্যামসুন্দর কং জুয়েলার্সের কর্ণধার রূপক সাহা। অনুষ্ঠানে এই স্বর্ণ গ্রামের জনজাতি দের মধ্যে কম্বল বিছানার চাদর এবং মশারি বিতরণ করা হয়। সাথেই গ্রামের অসুস্থ দুই শিশু এবং ১ অসুস্থ বৃদ্ধকে উন্নত চিকিৎসার জন্য আর্থিক সাহায্য করা হয়। এই স্বর্ণগ্রাম ওয়ারেংবাড়ির শিশুদের মধ্যে ক্রীড়া সামগ্রীও বিতরণ করা হয়। পাশাপাশি  অনুষ্ঠান মঞ্চে এই গ্রামের কচিকাঁচারা অসাধারণ যোগা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

Post a Comment

0 Comments