IIW : নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- রাজ্যে সক্রিয় বহিঃ রাজ্যের এটিএম হ্যাকাররা। দেশজুড়ে একের পর এক এটিএম হ্যাকার ধরা পড়লেও বন্ধ হচ্ছেনা তাদের হ্যাকিং বাণিজ্য। আবারো দিনদুপুরে ধর্মনগর শহরের বুকে বহিঃ রাজ্যের হ্যাকাররা হেকিং করতে এসে ধরা পড়ল জনতার হাতে। দীর্ঘদিন ধরে ওই হেকিং দলগুলো সক্রিয়ভাবে বিচরণ করছে ত্রিপুরা রাজ্যে। তার প্রমাণ পাওয়া গেল আজ ধর্মনগরের বুকে। আজদুপুর বারোটা নাগাদ শহরের এক এটিএম গ্রাহক নিরঞ্জন পাল নিজের একাউন্ট থেকে টাকা তুলতে রাজবাড়ী এটিএম কাউন্টারে আসেন। তখন ঠিক উনার পেছনে থাকা এক ব্যক্তি উনার এটিএম কার্ডটি ফলো করতে থাকেন। তাছাড়া একসময় উনার এটিএম কার্ডটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। তখন তিনি সঙ্গে সঙ্গে চিৎকার করতেই আশপাশের দোকানের লোকজন ছুটে আসে এটিএম হ্যাকারটিকে হাতেনাতে পাকড়াও করে। জানা যায় তার নাম সানি বিডু(২৩)। তার বাড়ি রাজধানী দিল্লির প্রতাপগড় এলাকায়। অপরদিকে তার সঙ্গে থাকা আরও কয়েকজন এটিএম হ্যাকার বাইরে দাঁড়িয়ে ছিল তখন উত্তেজিত জনতার আছ লক্ষ্য করতে পেরে পালিয়ে যায়। অপরদিকে সানি বিডু নামের এটিএম হ্যাকারটিকে পাকড়াও করে ধর্মনগর থানার হাতে তুলে দেয় জনগণ। থানায় জিজ্ঞাসাবাদের পর সে অনেক বিভ্রান্তমূলক তথ্য দেয়।সে জানায় কর্মসূত্রে ত্রিপুরাতে এসেছে। তাছাড়া আজ টাকা তুলতে এসে আগরতলাতে কোনো এটিএমে টাকা না পেয়ে সে ধর্মনগরের এটিএমে আসে। তার এই বিবৃতিতে পুলিশ রহস্যের গন্ধ পাচ্ছে। তার কাছ থেকে পুলিশ তিনটে অবৈধ এটিএম সহ স্ক্যানার মেশিন এবং বিভিন্ন কাগজপত্র উদ্ধার করে। বর্তমানে তাকে ধর্মনগর থানায় আটক করে রাখা হয়েছে। চলছে তদন্ত। অপরদিকে রাজ্যের সাইবার ক্রাইম ব্রাঞ্চকে পুরোপুরি শীতঘুমে রেখে হ্যাকাররা রাজ্যে অবাধে বিচরণ করে চলছে।
0 Comments