আগামী দিনে মানুষের জন্য, মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে বর্ণমালার তিন দিনব্যাপী নাট্য কর্মশালা পরিসমাপ্তি ঘটলো।

IIW : নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- বর্ণমালা, উত্তর ত্রিপুরার ধর্মনগরে সরকার কর্তৃক স্বীকৃত একটি সামাজিক সংগঠন। নানাবিধ সামাজিক কর্মকাণ্ডের সাথে সাংস্কৃতিক অঙ্গনেও তাদের বলিষ্ঠ অবস্থান। বিগত বছর গুলোর সাফল্যকে মাথায় রেখে বর্ণমালা তৃতীয় বারের মত তিনদিন ব্যাপী নাট্য কর্মশালার সফল সমাপ্তি ঘটিয়ে তাদের ঐতিহ্য ধরে রাখলো। বর্ণমালার উদ্যোগে রাষ্ট্রীয় নাট্য বিদ্যালয়ের থিয়েটার ইন এডুকেশন (T. I. E Wing) ত্রিপুরার সহযোগিতায়, একটি  তিন দিবসীয় নাট্য কর্মশালা আয়োজন করে। উক্ত কর্মশালায় মূল বিষয় ছিল অভিনয় এর উপর ভিত্তি করে সৃজনশীলতার জন্য থিয়েটারের মাধ্যমে শিক্ষা। (Theatre in education workshop based on Acting for creativity.) উক্ত কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন নাট্য বিদ্যালয় আগরতলা থেকে আগত প্রশিক্ষক পিকলু ঘোষ এবং অনুপম পাল। এই তিন দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়, প্রথম ফেব্রুয়ারি থেকে তেসরা ফেব্রুয়ারি প্রতিদিন দুপুর দুটো থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত, ধর্মনগর পশু চিকিৎসা কেন্দ্রের ট্রেনিং রুমে। উক্ত কর্মশালায় মোট একুশ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এদের মধ্যে বেশিরভাগই কলেজপড়ুয়া কিংবা গ্রাজুয়েট ছিলেন। বিভিন্ন ধরনের গেম প্রসেস, ড্রামা ইমেজ, থিয়েটার অবজেক্ট, থিয়েটার ও টিআইই (TIE) এর বিভিন্ন পদ্ধতি এই কর্মশালার ছাত্র-ছাত্রীদের উপর প্রয়োগ করা হয়। আগামী দিনে মানুষের জন্য / মানুষের পাশে থাকার অঙ্গিকার নিয়ে বর্ণমালার তিনি দিন ব্যাপী নাট্য কর্মশালার সফল পরিসমাপ্তি ঘটে।

Post a Comment

0 Comments