জীবন বাজি রেখে স্কুল মূখি কচিকাঁচা পড়ুয়ারা। হেলদোল নেই অভিভাবক, গাড়ির চালক এবং পুলিশেরও।

IIW : নিজস্ব প্রতিনিধি, পানিসাগর :- জীবনের চরম ঝুঁকি নিয়ে কচিকাঁচা ছাত্ররা যাচ্ছে স্কুলে। পড়াশোনার তাগিদে অবুঝ শিশুগুলোর প্রাণ হাতে নিয়ে স্কুলে যাতায়াত করতে হচ্ছে। হেলদোল নেই অভিভাবকসহ স্কুল কর্তৃপক্ষের। এমনকি নাকের ডগায় থাকা বাগবাসা পুলিশের চোখে ধরা পড়ে না এগুলি।
এই ঘটনাটি উত্তর জেলার বাগবাসা পুলিশ ফাঁড়ির অন্তর্গত নওয়াগাঙ্গ বেতলেহেম প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলে। নওয়াগাঙ্গের এই প্রাইভেট স্কুলের নিজস্ব কোন বাস বা অন্যান্য গাড়ি নেই। তাই ছাত্রছাত্রীরা নিজেরা স্কুলে যেতে নিত্য দিনের মতো লাইনের গাড়িগুলোতে উঠে পড়ে। অবুঝ শিশুদের প্রাণকে জলাঞ্জলি দিতে গাড়ি চালকরা একটুকও দ্বিধা করেন না। কিভাবে গাড়ির উপরের ছাদে বসিয়ে স্কুল পড়ুয়াদের নিয়ে যাচ্ছে। যদি কোন বড় ধরনের দুর্ঘটনা সংঘটিত হয় তাহলে কে নেবে তাদের দায়ভার। কে দেবে তাদের জীবন ফিরিয়ে। এই প্রশ্নগুলো সাধারণ মানুষের মনে ঘুরপাক খাচ্ছে। যেমন অভিভাবকদের চরম খামখেয়ালিপনা তেমনি গাড়িচালকদেরও রয়েছে চরম অবহেলা। তাছাড়া বাগবাসা পুলিশ ফাঁড়ির চোখে আঙ্গুল দিয়ে কিভাবে চলে যাচ্ছে এই গাড়িগুলো। এমনিতে জাতীয় সড়কে পণ্যবাহী গাড়ি চলাচল করতে চরম হয়রানির শিকার হচ্ছে বাগবাসা পুলিশের যন্ত্রণায়। কয়েকজন কনস্টেবল ও এক অফিসার মিলে প্রতিদিনই জাতীয় সড়কের ওপর জাল ছড়িয়ে বসে থাকতে দেখা যায়। প্রণামী না দিলে বিভিন্ন হয়রানির শিকার হতে হয় লরি চালকদের। অন্যদিকে, যাত্রীবাহী গাড়িগুলি কিভাবে স্কুলপড়ুয়াদের গাড়ির ছাদে বসিয়ে জাতীয় সড়ক হয়ে যাচ্ছে সেদিকে একটিবারও নজর নেই তাদের।

Post a Comment

0 Comments