IIW : নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি :- গোটা দেশ জুড়ে যখন বহু চর্চিত নির্ভয়া কান্ডে জড়িতদের ফাঁসির আদেশ নিয়ে তোলপাড় চলছে ঠিক এই মুহুর্তে অনুরুপ এক ন্যাক্কারজনক কান্ড ঘটে গেল অসমের পাথারকান্দির বাজারিছড়া থানাধিন কাঁঠালতলি পুলিশ ওয়াচ পোষ্টের লাগোয়া বাঘন জিপির আট নং ওয়ার্ডে।এতে এক স্কুল পড়ুয়া ১২ বছরের নাবালিকাকে বলপূর্বক ধর্ষণ করে পরে গলায় ফাঁস লাগিয়ে তাকে প্রাণে মেরে এক জলাশয়ে ফেলে গা ঢাকা দিতে সক্ষম হয়েছে নরপিচাশ ধর্ষকরা। এমনই অভিযোগ এলাকার বিভিন্ন মহল সহ ধর্ষিতার পরিবারের। এ ঘটনায় এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ করছে। এদিকে ঘটনার খবর পেয়ে আজ সকালে তদন্তে নামেন সদর ডি এস পি সুধন্য শুক্লবৈদ্য সহ পাথারকান্দি সার্কেল অফিসার এল খিংন্তে এবং আসাম চুড়াইবাড়ি থানার ইনচার্জ মিন্টু শীল।তাদের উপস্থিতিতে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে প্রেরণ করা হয়।তবে এ সংবাদ লেখা পর্য্যন্ত মৃতদেহ ময়না তদন্ত শেষে পরিবারের হাতে সমঝে দেবার খবর নেই।লোমহর্ষক এই ঘটনা সম্পর্কে স্থানীয় ওয়াচ পোষ্টের ইনচার্জ মানবজ্যোতি মালাকার জানান বুধবার সন্ধ্যায় স্থানীয় তৃতিয় শ্রেণীর পড়ুয়া ছাত্রী আফতার উদ্দিনের নাবালিকা কন্যা প্রিয়া বেগম(১২)(ছদ্মনাম) গরু খুঁজতে পাশের গ্রামে ছুটে গেলেও যথা সময়ে সে আর বাড়ি ফিরে আসেনি। এতে পরিবারের লোকদের মধ্যে ব্যাপক উৎকন্টা ও সন্দেহ দেখা দেয়। রাতভর তাকে খুঁজে না পেয়ে হতাশ হয়ে পড়েন প্রিয়ার পরিবারের লোকেরা।এদিকে আজ সকালে ত্রিরিমটি বাগানের এক জলাশয়ে ঐ নাবালিকার নিথর দেহটি ভাসতে দেখেন স্থানীয়রা। পরে খবরটি জানাজানি হওয়াতে তড়িঘড়ি তদন্তে নেমে মৃতদেহ উদ্ধার করে পুলিশ।এদিকে ঘটনাটি নিয়ে সদর ডিএসপি সুধন্য শুক্লবৈদ্য জানান যে প্রাথমিক তদন্তে এটা ধর্ষণের ঘটনা বলে ধরা পড়ছে। পরে তাকে গলায় ওড়না জড়িয়ে প্রাণে মারা হয় বলে পুলিশের ধারনা। তবে ময়না তদন্তের রিপোর্ট হাতে আসার পরই পুরো ঘটনার পর্দা ফাঁস সম্ভব হবে বলে তিনি জানান।ডিএসপি আরও বলেন যে পুলিশের প্রাথমিক তদন্তে এ কান্ডে উক্ত গ্রামেরই এক যুবক জড়িত রয়েছে বলে ধারনা করা হচ্ছে। কারন নাবালিকা মেয়েটি নিখোঁজ হবার সময়ে সেই যুবকটি তার সঙ্গে ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান। ঘটনার পর উক্ত সন্দেহভাজন যুবকটিকে ধরতে পুলিশ জোর তল্লাশি চালালেও সে বর্তমানে পলাতক। এতে সহজেই অনুমান করা যায় যে নাটের গুরুটিকে।এ কান্ডের জট খুলতে পুলিশ তদন্তে নেমে পড়েছে। পরিজনেরা আশাবাদি শীর্ঘই এ ধিক্কারজনক কান্ডে জড়িত পান্ডারা পুলিশের পাতা জালে ধরা পড়বে বলে।কাঁঠালতলি এলাকায় সংঘটিত এ ঘটনায় গোটা এলাকার জনমনে একরাশ ক্ষোভ সহ শোকের ছায়া নেমে এসেছে।
0 Comments