IIW : বিকাশ ভট্টাচার্য,ধর্মনগর প্রতিনিধি :- দীর্ঘদিন ধরে চুরের উৎপাতে নাজেহাল রেল যাত্রীরা। বিশেষ করে আগরতলা থেকে শিলচর গামী এবং বহিরাজ্যের অন্যান্য যাত্রীবাহী ট্রেন গুলিতে চুরের উৎপাতে নিরাপত্তাহীনতায় ভুগছেন নিত্যযাত্রীরা। তবে আজ হাতেনাতে চুড়াইবাড়ি জনতা ১ মোবাইল চোরকে পাকড়াও করতে সক্ষম হয়। তুলে দেওয়া হয় রেল পুলিশের হাতে।আমির হোসেন(২৫) কে হাতেনাতে পাকড়াও করলেও তার সঙ্গে থাকা অন্যান্যদের টিকির নাগাল পাওয়া যায়নি। চুরাইবাড়ি ও পানিসাগর দুটি স্টেশনেই মোবাইল চুরির সঙ্গে জড়িত আমির।তার বাড়ি করিমগঞ্জ থানা দিন কানিশাইল গ্রামের মেদল এলাকার ২ নং ওয়ার্ডে। প্রথম ঘটনাটি ঘটে পানিসাগর রেলস্টেশনে শম্পা পাল এর কাছ থেকে অপো কোম্পানির একটি স্মার্টফোন হাতিয়ে নেয় চোরের দল। শম্পা পাল পানিসাগর শ্বশুরবাড়ি থেকে চুড়াইবাড়ি নিজ বাড়িতে আসার সময় ঘটনাটি ঘটে।কিন্তু চুরাইবাড়িতে এসে ঘটনা জানাজানি হতেই আমির আরেকটি মোবাইল চুরি করে পালিয়ে যাবার সময় স্থানীয় জনগণের প্রচেষ্টায় তাকে পাকড়াও করা হয়। অবশ্য ততক্ষণে তার সঙ্গে থাকা চোরের দলটি গা টাকা দিতে সক্ষম হয়। প্রথমে জনতা তাকে উত্তম-মধ্যম দিয়ে রেল পুলিশের হাতে তুলে দেয়। সেখানে তার অপরাধ সে মেনে নিয়েছে।এখানে আজিম হোসেন নামে এক ছেলের কাছ থেকে অপর আরেকটি মোবাইল নিয়ে পালিয়ে যায় সে।রেল পুলিশের জেরার সে নিজের দোষ স্বীকার করলেও মোবাইলটি ফিরিয়ে দিতে পারছে না। বর্তমানে তাকে ধর্মনগর জি আর পি এফ এর কাস্টডিতে রাখা হয়েছে বলে জানান ওসি কিশোর কুমার দাস। ট্রেনে নিত্যযাত্রীদের মোবাইল সহ টাকা ছিনতাইয়ের ঘটনা নতুন কোনো বিষয় নয়। রেল পুলিশকে শীতঘুমে রেখে ত্রিপুরার রেল যাত্রীদের চোরের খপ্পরে পড়ে সর্বশান্ত হতে হচ্ছে। আর তাতে করিমগঞ্জ সহ গোটা আসম এলাকার চোররা ধাপিয়ে বেড়াচ্ছে বরাক ও ত্রিপুরার উওর জেলায়।
0 Comments