IIW : বিকাশ ভট্টাচার্য,নিজস্ব প্রতিনিধি,ধর্মনগর :- সমবায় সমিতির নির্বাচনকে ঘিরে উত্তপ্ত কামেশ্বর এলাকা। মামলা পালটা মামলা। ঘটনার বিবরণে প্রকাশ আজ কামেশ্বর সমবায় সমিতির নির্বাচনের জন্য সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত নমিনেশন ফর্ম সংগ্রহ করার কথা সকল রাজনৈতিক দলের। যথারীতি বিজেপি দল নমিনেশন ফর্ম সংগ্রহ করে নেয় কিন্তু কংগ্রেস দল নমিনেশন ফর্ম সংগ্রহ করার সময় বিপত্তি ঘটে। বিজেপি দলের অভিযোগ কংগ্রেস দল দুটোর পরে নমিনেশন ফর্ম নিতে আসে এখানে দায়িত্বপ্রাপ্তরা সময় পার হয়েগেছে বললেও
কংগ্রেস কর্মীরা উত্তেজিত হয়ে সমবায় অফিসে ভাঙচুর চালায়। তৎক্ষণাৎ বিজেপি দলের লোকজন ছুটে আসলে পরিস্থিতি হাতাহাতিতে রূপ নেয়। দু'পক্ষের মারামারিতে বিজেপি দলের দু'জন লোক আহত হয়েছেন। তাদের নাম অজয় কৃষ্ণ দেব ও জয় গোবিন্দ পাল। তাদের মধ্যে একজনকে ধর্মনগর জেলা হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য বহিরাজ্যে পাঠানো হয়েছে। অন্যদিকে কংগ্রেস দলের অভিযোগ তারা দুপুর বারোটা থেকেই সমবায় অফিসে ছিলেন তাদেরকে নমিনেশন ফর্ম সংগ্রহ করতে দেয়নি বিজেপি দলের নেতাকর্মীরা। ঘটনাকে কেন্দ্র করে কামেশ্বর এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে ছুটে যায় ধর্মনগর থানার পুলিশ।কংগ্রেস এবং বিজেপি দুই দলের থেকেই ধর্মনগর থানায় মামলা করা হয়েছে বলে খবর।
0 Comments