IIW : নিজস্ব প্রতিনিধি, দেবাশীষ দত্ত, কৈলাশহর :- কৈলাশহর মহকুমার বনদপ্তর এবং প্রানী সম্পদ দপ্তরের যৌথ উদ্যোগে কৈলাশহর চিনিবাগান হাইস্কুল মাঠে দুই দিন ব্যাপী হাতির ক্যাম্প শুরু হয়েছে। ক্যাম্পে উপস্থিত ছিলেন সাব ডিভিসনেল ফরেস্ট অফিসার বিদ্যুত চৌধুরী, জেলা প্রানী সম্পদ দপ্তরের উনকোটি জেলার সুপারেন্ডেন্ট ডঃ সুহাশীষ দেব চৌধুরী সহ আরও অন্যান্য আধিকারিকরা। বিদ্যুত চৌধুরী বলেন রাজ্যের হাতি ৯৫% কৈলাশহরের, অর্থাৎ ৯৫% হাতির মালিক কৈলাশহরের।এই ক্যাম্পের মাধ্যমে হাতির মালিকদের হাতে ঔনারসিপ সারটিফিকেট রিনিউ করে তুলে দেওয়া হয়েছে এবং হাতির মালিকরা ঠিকমত হাতির রক্ষণাবেক্ষণ করেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং মাইক্র চিপিং করা হয়েছে হাতি গুলিকে এই ক্যাম্পে। এই মহকুমায় মুট ৫০ টি হাতি রয়েছে। আজ প্রথম দিনে ২২টি হাতি আনা হয়েছে। বাকি হাতি গুলিকে আগামীকাল আনা হবে, এই ধরনের হাতির ক্যাম্প প্রায় এগারো বছর পর হচ্ছে। চিনিবাগান স্কুল মাঠে হাতি দেখতে প্রচুর সাধারন মানুষ ভিড় জমায়। ডঃ সুহাশীষ চৌধরী বলেন মুলত দুই দপ্তরের যৌথ উদ্যোগে এই ক্যাম্প হলেও উনারাই হাতির মেজারমেন্ট এবং মেডিকেল করছেন।
0 Comments