IIW : আগরতলা :- আগরতলার তিন কুখ্যাত ছিনতাইবাজকে আটক করলো পশ্চিম আগরতলা থানার পুলিশ। রবিবার সন্ধ্যা ৬ টা নাগাদ রাজধানীর বর্ডার গোলচক্কর এলাকা থেকে তাদের পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়। সেই সঙ্গে একটি মোটর বাইকও জব্দ করে পুলিশ। এই তিন জনের নাম বিজয় দাস, সুকেল মিয়া এবং মিঠুন ভৌমিক৷ তারা রাজধানী আগরতলাসহ আশেপাশের বিভিন্ন এলাকা থেকে মোটর বাইক চুরিসহ একাধিক ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত রয়েছে বলে অভিযোগ। তাদের বিরোদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান পশ্চিম আগরতলা থানার দায়ীত্বপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত চক্রবর্তী। তাদের সঙ্গে আর কে কে জড়িত আছে তা জানার চেষ্টা চলছে বলে জানান পশ্চিম আগরতলা থানার দায়ীত্বপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত চক্রবর্তী।
0 Comments