নৈশ যাত্রী বাহী সুপার থেকে উদ্ধার হলো গাঁজা।


IIW : বিকাশ ভট্টাচার্য, নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- আবারও ত্রিপুরা আসাম সীমান্তের চুরাইবাড়ি এলাকায় গোয়েন্দা পুলিশের অভিযান। ৪৪ নং আসাম আগরতলা জাতীয় সড়কের উপর একটি নৈশ যাত্রী বাহী সুপার থেকে উদ্ধার নেশাজাতীয় গাঁজা। আগরতলা থেকে গৌহাটি উদ্দেশ্যে যাওয়া যাত্রীবাহী শেরাওয়ালি ট্রেভেলসের নৈশ যাত্রী বাহী সুপার থেকে গাঁজা উদ্ধার করল গোয়েন্দা পুলিশ। AS 01JC 0979 নাম্বারের নৈশ যাত্রী বাহী সুপার থেকে তল্লাশি চালিয়ে গাজা পায় পুলিশ। নৈশ যাত্রী বাহী সুপারের বা-দিকের মাল পরিবহনকারী বক্স থেকে উদ্ধার হয়েছে ৩ প্যাকেট গাঁজা। শের‌ওয়ালি ট্রেভেলসের নৈশ সুপারটিকে চুরাইবাড়ি থানার সামনে আটকে রেখে চালক ও সহ-চালককে জিজ্ঞাসাবাদ করে কয়েক ঘণ্টা পরেই তাদের ছেড়ে দেয় পুলিশ। ফলে দীর্ঘক্ষন ধরে যাত্রীরা ভোগান্তির শিকার হন। চালক ও সহ-চালককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, ঐ ৩ প্যাকেট গাঁজা আগরতলা চন্দ্রপুর আই এস বি টি তে এসে দিয়ে গিয়েছিল উপজাতি দুই যুবক। দুই যুবক সহ-চালককে ঐ ৩ প্যাকেট গাঁজা কার্টনে প্যাকিং করে নিয়ে এসেছিল আর সহ-চালককে বলেছিল কার্টনে সব্জি রয়েছে গৌহাটি যাবে। সেখান থেকে কেউ এসে নিয়ে যাবে। চালক ও সহ-চালক আরো জানায়,চুরাইবাড়ি থানার সামনে নৈশ যাত্রী বাহী সুপারে পুলিশ তল্লাশি চালিয়ে গাঁজা উদ্ধারের পর চালক ও সহ-চালক জানতে পেরেছে ঐ সুপারে গাঁজা রয়েছে। আজকের এই অভিযানে নেতৃত্ব দেন উত্তর জেলার ডিআইবি ডিএসপি বিক্রম জিৎ শুক্লা দাস। গোপন সূত্রের খবরের ভিত্তিতে আজকের এই অভিযান। তাছাড়া উপস্থিত ছিলেন চুরাইবাড়ি থানার পুলিশ ও গোয়েন্দা পুলিশের একটি দল। ডিআইবি ডি এস পি বিক্রম জিৎ শুক্লা দাস জানান, উদ্ধারকৃত ৩ প্যাকেট প্রায় ৫ কিলো গাঁজা রয়েছে যার বাজার মূল্য প্রায় ২৫ হাজার টাকা। তাছাড়া আগামী দিনেও এধরনের অভিযান জারি থাকবে বলে জানান ডি এস পি ডিআইবি বিক্রম জিৎ শুক্লা দাস।

Post a Comment

0 Comments