IIW: নিজস্ব প্রতিনিধি, দেবাশীষ দত্ত, কৈলাশহর :- কুমারঘাট মহকুমার অধীন ফটিকরায় বিধানসভার অন্তর্গত রাতাছড়া সি পি আই এম অঞ্চল কমিটির উদ্যোগে পার্টির তহবিল সংগ্রহের জন্য গতকাল দলীয় কর্মীরা রাতাছড়া অঞ্চলে জনৈক এক মালিকের জমিতে গিয়ে ধান কাটে, ধান কাটা শেষ করে বিকেলে যে যার বাড়িতে চলে যায়। আব্দুল মতিন সহ আরও বেশ কিছু দলীয় কর্মিরা ধান কাটায় অংশ গ্রহন করেছিলেন। সন্ধ্যায় আব্দুল মতিন বাড়ি থেকে বের হয়ে রাতাচড়া বাজারে গিয়ে বাজার করে রাত আনুমানিক সারে সাতটা নাগাদ বাড়ি ফিরছিলেন ঠিক সেই সময় চার পাঁচ জন যুবক আব্দুল মতিনের মাথা পেছন দিক থেকে ইট দিয়ে আঘাত করে সাথে সাথে মাথা থেকে রক্ত ঝরা শুরু হয়, আব্দুল মতিন এই অবস্থায় ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়ে পাশের এক বাড়িতে আশ্রয় নেয়, কিছুক্ষন পর বাড়ির মানুষ এসে আব্দুল মতিন কে কুমারঘাট হাসপাতালে নিয়ে যায় এবং কুমারঘাট থানায় মামলা করেন। সেখান থেকে আব্দুল মতিন কে রেফার করা হয় উনকোটি জেলা হাসপাতালে। বর্তমানে আব্দুল মতিন উনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাদধিন অবস্থায় রয়েছে। আব্দুল মতিন জানায় যারা মেরেছে সবাই বিজেপি কর্মী। ওদের বাড়ি পুর্ব রাতাছড়া গ্রামে। ওদের নাম দিয়ে মামলা করার পরও পুলিশ কাউকে গ্রেপ্তার করে নি। রবিবার দুপুরে সি পি আই এম উনকোটি জেলা কমিটির সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী নেত্তৃত্বে দলীয় নেতারা হাসপাতালে গিয়ে আব্দুল মতিনের খোজ খবর নেন এবং উন্নত চিকিৎসার আশ্বাস ও দেন আব্দুল কে। এ ব্যাপারে কৃষ্ণেন্দু চৌধুরী বলেন, সারা রাজ্যেই সি পি আই এম দলের কর্মী দের উপর আক্রমন করছে বিজেপি। উনকোটি জেলা তেও একই অবস্থা,পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না।
0 Comments