বাঘবাসা বিধানসভায় সিপিএমের বড়োসড়ো ধস নামালো বিজেপি।


 IIW : বিকাশ ভট্টাচার্য, নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর:- বাঘবাসা বিধানসভায় সিপিএমের বড়োসড়ো ধস নামালো বিজেপি। বিজেপি সংখ্যালঘু মোর্চার এক জনসভায় ৭৭১ জন ভোটার বিজেপিতে যোগ দেয়। তাদের হাতে পতাকা তুলে দেন বিজেপি সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি জসিম উদ্দিন ও ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ব বন্ধু সেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঘবাসা বিধানসভার বিজেপি প্রার্থী প্রদীপ নাথ ও বিজেপি জেলা সম্পাদক কাজল দাস প্রমুখরা। বক্তব্য রাখতে গিয়ে বক্তারা রাজ্যের বিজেপি ও আইপিএফটি জোট সরকারের নানা উন্নয়নমূলক কাজের বিবরণ তুলে ধরেন। সিপিএমকে নিয়ে বলেন এরা রাজ্যে অশান্তি সৃষ্টি করতে চাইছে। রাজ্যের মানুষ সতর্ক আছে নৈরাজ্য স্থাপন হতে দেবে না বলে বক্তব্য বিজেপি নেতাদের। তবে বাঘবাসা বিধানসভায় সংখ্যালঘু অংশের বিরাট সংখ্যক মানুষ আজ বিজেপিতে যোগ দিল। মাত্র ছয় জন হিন্দু ভোটার ছাড়া বাকি সব মুসলিম ভোটার। প্রসঙ্গত সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় বিধানসভা ভোটে খুব কম ভোট পেয়েছিল বিজেপি তাই ভোটের সংখ্যা লোকসভায় বাড়াতে এখন থেকেই রণকৌশল তৈরি করা হচ্ছে।

Post a Comment

0 Comments