ত্রিপুরায় প্রবেশের মুখে লক্ষাধিক টাকার কফ সিরাফ সহ আটক এক যুবক।


‌IIW : নিজস্ব প্রতিনিধি, বিকাশ ভট্টাচার্য, ধর্মনগর :- ত্রিপুরায় পাচা‌রের মু‌খে সোনা‌খিরা পু‌লিশ চেক‌পো‌ষ্টে ইয়ন বোজাই দুইলক্ষা‌ধিক টাকার অবৈধ কফ সিরাফ জব্দ। আটক এক যুবক। অসম থে‌কে ত্রিপুরায় পাচার করার প‌থে পাথারকা‌ন্দি থানা‌ধিন সোনা‌খিরা পু‌লিশ চেক‌পো‌ষ্টে ধরা পড়ল ইয়ন বোজাই দুলক্ষা‌ধিক টাকার অবৈধ নেশা জা‌তিয় কফ সিরাফ।এ কা‌ন্ডে কর্তব্যরত পু‌লি‌শের হা‌তে ধরা প‌ড়ে‌ছে পাচারকা‌রিও। এ ম‌র্মে চেক‌গেট ইনচার্জ বং‌শিধর র‌বিদাস জানান যে মঙ্গলবার বিকাল তিন‌টে নাগাদ অসম ত্রিপুরা বোর্ডার রোড দি‌য়ে এক‌টি ত্রিপুরা অভিমু‌খে যাত্রা করা এএস ১১ পি ৭৩৪৩ নাম্বা‌রের এক‌টি দ্রুতগা‌মি ইয়ন গা‌ড়ি দে‌খে পু‌লি‌শের স‌ন্দেহ হ‌লে গা‌ড়ি‌টি‌কে চ্যা‌লেঞ্জ জা‌নি‌য়ে আটক করা হয়। প‌রে উক্ত গা‌ড়ির ভিতর তল্লা‌শি কর‌লে গা‌ড়ির ভিতর থে‌কে পাঁচ কার্টুন এসকফ্ নামক নেশা জা‌তিয় কফ সিরাফ জব্দ করা হয়। পাঁচ‌টি কার্টু‌নের প্র‌তি‌টি‌তে এক‌শো ষাট‌টি ক‌রে মোট আট‌শো শি‌শি কফ সিরাফ উদ্ধার করা হয়।যার বাজার মূল্য প্রায় দুইলক্ষ টাকার মত।এ কা‌ন্ডে ধৃত যুবক‌টি নি‌জের নাম আব্দুল বা‌ছিত(‌ত্রিশ),‌পিতার নাম মৃত জালাল উদ্দিন বা‌ড়ি নিলামবাজা‌রের ফা‌তেপুর গ্রা‌মে ব‌লে প‌রিচয় দি‌য়ে‌ছে।‌সে পু‌লি‌শের জেরার মু‌খে জানায় যে মালগু‌লো শিলচ‌রের রা‌ঙ্গিরখা‌ড়ি থে‌কে নি‌য়ে আসা হ‌চ্ছিল। উ‌দ্দেশ্য ছিল ত্রিপুরার আগরতলায় পাচার।‌সেখান থে‌কে চড়া দা‌মে বাংলা‌দে‌শে পাচার করা হ‌বে ব‌লে। প‌রে মাল স‌মেত ধৃত যুবক‌টি‌কে পাথারকা‌ন্দি পু‌লি‌শের হা‌তে তুলে দি‌য়ে‌ছে সোনা‌খিরা থানার পু‌লিশ।এ‌দি‌কে পাথারকা‌ন্দি থানার ও‌সি ডি‌ম্বেশ্বর ঠাকু‌রিয়া জানান যে বুধবার কফ সিরাফ স‌মেত পাচারকা‌রি‌কে জেলা আদাল‌তে তোলা হ‌বে।

Post a Comment

0 Comments