IIW : নিজস্ব প্রতিনিধি, আবির রায়, আগরতলা :- রাজ্যের আকাশ মেঘাচ্ছন্ন। গত দুদিন ধরে কখনও কখনও রাজ্যের বিভিন্ন জায়গায় টিপটিপ করে বৃষ্টি পড়ছে। সোমবার সকালেও আবহাওয়া বদলায়নি। এদিন সকাল থেকে রাজ্যের আকাশ মেঘাচ্ছন্ন। দুপুরের পর থেকে শুরু হয়েছে ঝির ঝির বৃষ্টি আর সঙ্গে কনকনে ঠাণ্ডা হাওয়া। আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, আগামী দুদিন একই পরিস্থিতি থাকবে। তবে বুধবার থেকে আকাশ পরিষ্কার হতে শুরু করবে। তার পরই রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা প্রবল বলে আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে। বঙ্গোপসাগরের ওপর তৈরি হয়েছে ঘূর্ণিঝড় ‘পেটি’। তারই প্রভাব পড়েছে ত্রিপুরা ও সংলগ্ন অঞ্চলে। সূত্র জানিয়েছে, ঘূর্ণিঝড় রয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ওপর। তার অভিমুখ অন্ধ্র উপকূলের দিকে। মঙ্গলবার দুপুরে ঘণ্টায় ৬০-৭০ কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনাও রয়েছে। তবে মেঘ সরে আকাশ পরিষ্কার হলেই শীত পড়বে। বুধবার রাত থেকেই রাজ্যের তাপমাত্রা নামবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
0 Comments